আমাদের কথা খুঁজে নিন

   

আহা! কি যে ঈদের খুশি; ঈদের চাঁদ উঠেছে! এবার হবে ঈদ!

ঈদের খুঁশি যে আর ধরছে না! ঈদের চাঁদ দেখার পালা শেষ। এখন শুধু ঈদের আমেজ! আগামী ২৭ অক্টোবর ঈদুল আজহা উদযাপিত হবে বলে জানিয়েছে জাতীয় চাঁদ দেখা কমিটি। আজ দেশের কোথাও মঙ্গলবার জিলহজের চাঁদ দেখা না যাওয়ায় কমিটি এ সিদ্ধান্তে উপনীত হয়েছে। ঈদুল আজহা ইসলাম ধর্মাবলম্বিদের সবচেয়ে বড় দু'টো ধর্মীয় উৎসবের একটি। বাংলাদেশে এই উৎসবটি কুরবানির ঈদ এবং বকরা ঈদ নামেও পরিচিত।

ঈদুল আযহা (আরবীতে:عيد الأضحى) মূলত আরবী বাক্যাংশ। এর অর্থ হলো ত্যাগের উৎসব। মূল প্রতিপাদ্য বিষয় হচ্ছে ত্যাগ করা। এ দিনটিতে মুসলমানেরা তাদের সাধ্যমত ধর্মীয় নিয়মানুযায়ী উট,গরু,দুম্বা কিংবা ছাগল কোরবানি করে। আল্লাহর আদেশে ইবরাহীম আলাইহিস সালাম আপন পুত্র ইসমাইলকে কুরবানি করার ঘটনাকে স্বরণ করে সারা বিশ্বের মুসলিম ধর্মালম্বীরা এই দিবসটি পালন করে।

হিজরি বর্ষপঞ্জি হিসাবে জিলহজ্জ্ব মাসের ১০ তারিখ থেকে শুরু করে ১২ তারিখ পর্যন্ত ৩ দিন ধরে ঈদুল আজহা চলে। হিজরী চান্দ্র বছরের গণনা অনুযায়ী ঈদুল ফিতর এবং ঈদুল আজহার মাঝে ২ মাস ১০ দিন ব্যবধান থাকে। দিনের হিসেবে যা সবোর্চ্চ ৭০ দিন হতে পারে। পশু কুরবানিঃ যার ওপর যাকাত প্রদান করা ওয়াজিব, তাঁর ওপর ঈদুল আযহা উপলক্ষে পশু কুরবানি করাও ওয়াজিব। দিন থেকে শুরু করে পরবর্তী দুইদিন পশু কুরবানির জন্য নির্ধারিত।

বাংলাদেশে সাধারণত গরু বা খাসী কুরবানি করা হয়। এক ব্যক্তি একটি গরু বা খাসি কুরবানি করতে পারেন। তবে গরুর ক্ষেত্রে ভাগে কুরবানি করা যায়। ৩, ৫ বা ৭ ব্যক্তি একটি গরু কুরবানিতে শরীক হতে পারেন। কুরবানির মাংস তিন ভাগে ভাগ করে ১ ভাগ গরীব-মিসকিনদের মধ্যে ও ১ ভাগ আত্মীয় স্বজনদের মধ্যে বিতরণ করত: তৃতীয় ১ ভাগ নিজেদের খাওয়ার জন্য রাখা যায়।

কুরবানির পশুর চামড়া বিক্রির অর্থ সাদকা করে দিতে হয়। এবারের ঈদে কার লিস্টে কি কি আছে জানি না। কয়টা করে পাঞ্জাবী, জিন্স, শার্ট কিংবা শাড়ি, সালোয়ার কামিজ, চুড়ি, জুতা স্যান্ডাল? কতই বা বাজেট নাকি কোন বাজেট নেই! কোন চিন্তা ভাবনা না থাকলে খুব দ্রুত ভাবনায় আনুন। আহ! ঈদ শপিং ! ঈদ শপিং এর সে এক বিশাল মজা। নিউ মার্কেট থেকে ইস্টার্ন প্লাজা, মৌচাক থেকে বসুন্ধরা, পির ইয়ামিনি থেকে পিঙ্ক সিটি... আড়ং নাকি কে ক্রাফট? ডেনিম নাকি লেভিস? কত কত শপিং সেন্টার আর ব্র্যান্ড শপ... আর্টিস্টি... শপার্স ওয়ার্ল্ড... ইয়েলো ... জ্যোতি... ভাসাভি...... সব গুলোয় একবার করে ঢু মারা যাবে তো? ঈদুল আজহায় ঘরমুখো যাত্রীদের জন্য রেলের অগ্রিম টিকিট বিক্রি ১৩ অক্টোবর থেকে।

আমি এ ব্যাপারে জানি না কিছুই। তবে রেলপথ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে বলে জেনেছি। সূত্র জানায়, ১৩ থেকে ১৭ অক্টোবর অনলাইনে ও কাউন্টারে গিয়ে আগ্রহীরা ২২ থেকে ২৬ তারিখের অগ্রিম টিকিট সংগ্রহ করতে পারবেন। একজন কিনতে পারবেন সর্বোচ্চ চারটি টিকিট। ঈদ উপলক্ষে আগামী ২২ থেকে ২৭ অক্টোবর সব আন্তঃনগর ট্রেনের সাপ্তাহিক ছুটির দিনেও চলবে।

ঈদের চাঁদ দেখে আমরা গ্রামে খুব মজা করছি। যারা এখনো শহরে ঘুরে বেড়াচ্ছেন তাদের জন্য শুভ কামনা যদি বাড়ি এসে ঈদুল আজহা করতে চান, খুব তাড়াতাড়ি বাড়ি চলে আসুন। ঈদের ছড়াঃ মেঘেদের আল্ কেটে সিয়ামের কাল হেঁটে চুপচুপ নিশ্চুপ নিরিবিলি আসে- খুশির বারতা নিয়ে কী দারুণ হাসি হাসে মায়ের নোলক যেন মমতায় ভাসে। রূপা চাঁদ কাঁধে কাঁধ ধরে দেয় নাড়া- জনপদে মসনদে পড়ে যায় সাড়া ভেদাভেদ ভুলে মন-প্রাণ খুলে একই ছাতা তলে সমতার ধারা। (ছড়াটা অন্য এক কবির লেখা নামটা ভুলে গেছি; নতুন করে কারেকশন করে নিজের মত করে প্রকাশ করলাম।

) -----------------------০০০-------------------------  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৩ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।