কারোর মনে কষ্ট দিয়ে থাকলে ক্ষমা করবেন আমাকে ! নীলাঞ্জনা, তোমার নাভীতে কি আজো বয়ে বেড়ায় সেই পুরোনো বসন্তের উত্তাপ ছড়ানো ককেশীয় বাতাস? এবং তোমার ভগ্নাঙ্কুরে কি আজো ফিরে আসে বিদেশী লুটেরা অথবা আসল পুরুষের সার্টিফিকেট দেয়া তুমি ছেড়ে দিয়েছো? যে উত্তাপের খোজে একদিন ছুটে এসেছিলোম তোমার কাছে সেই তুমি আজ অপরিচিতা এবং হয়তো অপরিনীতা কেউ একজন। যাকে খুজতে পার করেছি অনেক মায়াবিদ্যা অথবা অতৃপ্ত আকাঙ্খা আজ তোমার জঙ্ঘা দেশে বয়ে যায় কাঞ্চন জঙ্ঘা, অথবা তোমার স্তনের উপত্যকায় বয়ে যাচ্ছে রকি মাউন্টেইন কিন্তু সেই পরিচিত আমি খুজে ফিরি সেই তোমাকে অথবা তোমাকেই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।