আমাদের কথা খুঁজে নিন

   

আছে জ্বর

কলকাতায় ডা. ভূমেন্দ্র গুহ, ঢাকায় ডা. হারিসুল হক হৃদরোগের চিকিৎসক। হৃদয়ের চিকিৎসক ছাড়াও তাঁরা কাব্যমাধূর্যের পুত্র, কবি। সময়-অসময়ে হারিস ভাইয়ের স্মরণাপন্ন আমি। অবশ্য এখনো পর্যন্ত আমার হার্টের সমস্যা নেই কিম্বা আমার কোনো হার্টই নেই। তবু আমার এবং আমাদের পরিবারের সবারই স্বাস্থ্য-সংক্রান্ত সমস্যায় প্রথম গন্তব্য পিজি, কার্ডিওলজিস্ট অধ্যাপক হারিসুল হকের ডিপার্টমেন্ট।

গেলে, হারিস ভাই বলে দেন, কোন ডাক্তারকে দেখাতে হবে বা কি কি কি...কখনো তিনি নিজেই দ্যাখেন। হারিস ভাই আমার অনিয়ম করা সম্পর্কে সম্যক জ্ঞাত থাকায় প্রেসক্রিপশন সেভাবেই করে থাকেন। সুবিধে হয়। একটু আগে ফোন করতেই বললেন, 'তোমার কথাই মনে মনে ভাবছিলাম। বলো, কি সমস্যা?' বললাম, হারিস ভাই, গতপাঁচদিন আমি নেই, জ্বর-গা ব্যথা-একা একা লাগা যাচ্ছে না।

' 'কেন?' 'জ্বর, যাচ্ছে না, হাওয়াই-জ্ঞানে হালকাপাতলা ট্যাবলেট মারলাম কয়দিন, লাভ হচ্ছে না দেখেই আপনাকে ফোন। ' হারিস ভাইয়ের নোট অনুযায়ী অ্যান্টিবায়োটিক খাব, আজ রাত থেকেই। দেখি, জ্বর তুমি কই যাও... ফোন রাখবার আগে হারিস ভাই তাঁর নিজের সাবজেক্ট নিয়ে কথা তুললেন, 'হার্ট ঠিক আছে তো?' বললাম, 'হার্ট আছে না ফুটো হয়ে গেছে জানি না, কিন্তু জ্বর আছে। ' ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।