আমাদের কথা খুঁজে নিন

   

3G আসলো দুই দিন আগে, আর আমার বন্ধু ঢাকা আসলো 5G মোবাইল কিনতে

ছোট মুখে বড় কথা বলতে নেই। কিন্তু কিছু না বললে নিজেকে কাপুরুষ মনে হয়, তাই বলি, চুপ করে থাকতে পারি না :( আমার ছোট বেলার গ্রামের বন্ধু পলাশ। ও গ্রামেই থাকে। গত রবিবার রাতে আমাকে ফোন দিয়ে বলল, সে 5G মোবাইল কিনবে। আমি তো শুনেই থ হয়ে গেলাম।

কিভাবে সম্ভব??? পলাশ বলল, সোমবার সকালে আমি ঢাকা যাচ্ছি। তারপর এই সব নিয়ে কথা হবে। গত কাল রাতে পলাশ এর সাথে দেখা হল, অনেক কথাও হল। পলাশ 5G মোবাইল কিনতে ঢাকায় এসেছে। আমি বললাম, দুই দিন আগে 3G আসলো, আর তুই 5G পাইলি কই ??? সে বলে, আমি 5G মোবাইল কিনে সবাই কে, চমকিয়ে দিতে চাই।

আমি পেপার এ দেখছি 5G মোবাইল। চল মঙ্গল বার সকালে, খুঁজবো কোথায় 5G মোবাইল পাওয়া যায়। আমরা দুজন অনেক জায়গায় খুজলাম বাট কোথাও পাইলাম না। সবাই বলে কেবল 3G আসলো, আর 5G তো চিন্তার বাইরে। অর উপর আমার মেজাজ গরম হয়ে গেলো, অবশেষে খুজতে খুজতে পাওয়া গেলো একটা লোকাল মার্কেট এ।

সে চরম খুশি, আমি তো থ হয়ে রইলাম। এই মোবাইল কেনার জন্য সে পাগল হোয়ে গিয়েছিল। অবশেষে মোবাইল কেনা হল ৩৫০০ টাকা দিয়ে। 5G মোবাইল কিনতে আসলো ঢাকায়, বাট কিনল G5 মোবাইল। এইটা খাটি চায়না, এই সেট নিয়ে ও কি করবে এইটাই এখনো বুঝলাম না।

ওর ইচ্ছে পুরন হয়েছে, সে এখন মহা খুশি [ প্রথম থেকে ওরে অনেক বুঝিয়েছি, বাট কোন কাজ হয়নি। ও প্রথমে আমাকে বলতে ভুল করেছিলো, 5G না বলে যদি G5 বলতো, তাহলেই বুঝতে পেতাম সমস্যা টা কোথায়। ] ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৪ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।