আমাদের কথা খুঁজে নিন

   

‘আগে তত্ত্বাবধায়ক, পরে আলোচনা’

বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর আলোচনার আহবানের জবাবে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু সাংবাদিকদের বলেন, “আমরা টেলিভিশনে সংবাদে দেখেছি, মাননীয় প্রধানমন্ত্রী বিরোধী দলীয় নেতাকে আলোচনায় বসার আহবান জানিয়েছেন। এর আগেও সরকারের মন্ত্রীরা অনেকে আলোচনার কথা বলেছেন। ”
“আমরা প্রধানমন্ত্রীকে বলব, কি বিষয়ে আপনি আলোচনা করতে চান, তা আগে স্পষ্ট করুন। আলোচনার আনুষ্ঠানিক প্রস্তাব দিন। আমাদের বক্তব্যে স্পষ্ট- নির্দলীয় সরকারের অধীনে আগামী নির্বাচন হবে- এই ঘোষণা দিয়ে লিখিতভাবে আলোচনার প্রস্তাব দিলে আমরা অবশ্যই সাড়া দেব।


ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির অধিকাংশ জ্যেষ্ঠ নেতা হরতালে ভাংচুরের মামলায় কারাগারে থাকায় শামসুজ্জামান দুদুই বিভিন্ন সময়ে দলের বক্তব্য নিয়ে সাংবাদিকদের সামনে আসছেন।  
বৃহস্পতিবার সকালে গণভবনে ঝালকাঠী জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংলাপের আহবান জানিয়ে বিরোধী দলীয় নেতার উদ্দেশ্যে বলেন, “হরতাল প্রত্যাহার করেছেন, আসুন আমরা বসি। বসে আলাপ আলোচনা করি। ”
আলোচনার জন্য সংসদকে সবচেয়ে ভাল স্থান মনে করলেও যে কোনো স্থানে বসতে রাজি বলে জানান আওয়ামী লীগ সভানেত্রী।
তিনি বলেন, “আসুন, যেখানে খুশি বসি।

আমি মনে করি, পার্লামেন্ট সবচে ভাল জায়গা, নিরপেক্ষ জায়গা। আসুন বসি; আপনাদের দাবি দাওয়া শুনি। ”
অবশ্য নির্দলীয় সরকারের প্রশ্নে আগের অবস্থানেই থাকার ইংগিত দিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেছেন, বিশ্বের অন্যান্য গণতান্ত্রিক দেশে যেভাবে নির্বাচন হয় সেভাবেই আগামী জাতীয় নির্বাচন হবে।
আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করার পর থেকেই বিএনপি সমমনা দলগুলোকে নিয়ে আন্দোলন চালিয়ে আসছে।

 
এই পরিস্থিতিতে আগামী নির্বাচন নিয়ে দুই প্রধান রাজনৈতিক দলের মতপার্থক্য অবসানে কূটনীতিক ও ব্যবসায়ীরাও দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন।
এ নিয়ে হাইকোর্টে রিট  আবেদনও হয়েছে, যাতে দেশের দুই প্রধান রাজনৈতিক দলের নেত্রীকে নিয়ে রাজনৈতিক সংলাপ শুরুর জন্য আদালতের হস্তক্ষেপ চাওয়া হয়।
প্রধানমন্ত্রীর আলোচনার আহ্বানের জবাবে শামসুজ্জামান দুদু বলেন, “প্রধানমন্ত্রীকে বিনীতভাবে বলব, সঙ্কট আর না বাড়িয়ে আমাদের দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ শীর্ষ নেতাদের মুক্তি দিন। তাদের মুক্তি দিয়ে আলোচনার পরিবেশ সৃষ্টি করুন। আলোচনাকে অর্থবহ করতে আপনি ব্যবস্থা নিন।


নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আগামী ৪ মে নির্ধারিত জনসভার প্রস্তুতি সম্পর্কে জানাতে এই সংবাদ ব্রিফিং ডাকা হয়।
শামসুজ্জামান দুদু বলেন, “প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়ে জাতীয় স্বার্থে ২ মের হরতাল স্থগিত করেছেন বিরোধী দলীয় নেতা। আমাদের নেত্রী আশা প্রকাশ করেছেন, প্রধানমন্ত্রীও জাতীয় স্বার্থে নির্দলীয় সরকারের দাবি মেনে অনুরূপ সাড়া দেবেন।
“ আমরা বিশ্বাস করি, দেশনেত্রী খালেদা জিয়া যেভাবে প্রধানমন্ত্রীর আহবানে সাড়া দিয়েছেন, প্রধানমন্ত্রীও গণদাবি মেনে জনগণের প্রতি শ্রদ্ধা জানাবেন। ”


সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে ১০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।