আমাদের কথা খুঁজে নিন

   

BA(Hon.s) থেকে MBA.........সমস্যাই আছি।

সব বাঁধা ভেঙ্গে এগিয়ে চলার প্রত্যয়ে... ভাই জীবনে বিজনেসের 'বি' ও বুঝতাম না কারন আমার S.S.C & H.S.C ছিলো সায়েন্স ব্যাকগ্রাউন্ড। তারপর করেছি ইংরেজী অনার্স। হুপে পড়ে MBA করতে এসেই সমস্যাই কট খেলাম!!! ৬০ ক্রেডিট করতে হচ্ছে, তার ওপর Accounting, Finance, Economics, Management,Communication, HRM নানা বিষয়ের সমাহার- মাথা ভারে তুলতেই পারছি না।IUB এর প্রেসার তো আছেই।। জীবন যায় যায় অবস্থা!!! এ পরিস্থিতিতে আমার করনীয় কি অর্থ্যাৎ সহজে ব্যাপার টা সামলিয়ে ওঠার কোন পরামর্শ থাকলে জানিয়ে বাধিত করবেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।