জানার আগ্রহ মানুষের চিরন্তন, বই হলো তার বাহন, আইনের মৃত্যু আছে কিন্তু বইয়ের মৃত্যু নেই। ্র
তুমি কি দাঁত ব্রাশ করেছ?
স্বামীঃ কেমন আছ।
স্ত্রীঃ যেমন রেখেছ।
স্বামীঃ তোমার মুখ থেকে গন্ধ বের হচ্ছে কেন? দাঁত ব্রাশ করনি?
স্ত্রীঃ দুর কি যে বল না। আমি প্রতিদিন তিন বার দাঁত ব্রাশ করি।
স্বামীঃ তাই তো বলি। এত বিল কেন আসে।
স্ত্রীঃ মানে?
স্বামীঃ তুমি আয়নার সামনে দাড়িয়ে পানির নল খোলে দাঁত ব্রাশ কর বলে পানির অপচয় হয়।
স্ত্রীঃ আর তুমি নল খোলা রেখেই সেভ কর। তখন কি পানির অপচয় হয় না।
?
(ঝগড়ার রেজাল্ট ৫০+৫০-১০০)
============================
অফিস থেকে আসার সময় একটি নতুন সার্ট কিনে বাসায় এসেছে।
স্ত্রীঃ কত দিয়ে কিনেছ?
স্বামীঃ মাত্র ৭০০ টাকা।
স্ত্রীঃ আমার ভাল কোন ড্রেস নাই। আমাকে একটা ড্রেস কিনে দিবে?
স্বামীঃ মাত্র একমাস আগে ঈদের সময় তুমি দুটি ড্রেস নিয়েছ। এত তাড়াতাড়ি পুরাতন হয়ে গেছে?
স্ত্রীঃ মাত্র দুটি ড্রেস নিয়েছি।
তুমি আমাকে খোটা দিচ্ছ কেন?
স্বামীঃ এমনি বলছি। আমি ঈদের সময় সাট কিনতে পারিনাই বলে এখন কিনলাম। আগামী মাসে না হয় কিনে দিব।
স্ত্রীঃ থাক। আর কিনে দিতে হবে না।
ফরিকনীর মত চলাফেরা করব।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।