রূপা ,
তোমাকে কেন যেন চিঠি লিখতে বসলাম বুঝতে পারছি না । কি লিখবো তাও বুঝতে পারছি না ।
লিখতে ইচ্ছা করলো তাই বসলাম । "হিমু" হলে লিখে পকেটে রেখে দিতাম । পাঠাতাম না ।
কিন্তু পাঠাবো । ইচ্ছা হচ্ছে । কেন ? জানি না ।
যে বিষয়টা এসে গেল তাই বলি ।
আমি আর এখন "হিমু" না ।
আমি হিমালয় হয়ে গেছি । পাঞ্জাবীটা খুলে কোথায় যেন ফেলে দিয়েছি । মনে নেই । এখন আর খালি পায়ে ঘুরি না । দামি স্যান্ডেল কিনেছি ।
স্যান্ডেলের দাম ৬০০ টাকা ।
তুমি কি এখনও জোছনা রাতে নীল শাড়ি পড়ে বারান্দায় হিমুর জন্য অপেক্ষা কর ?
তুমি অপেক্ষা করতে হিমুর জন্য । হিমু কখনো আসতো না । তবুও তুমি অপেক্ষা করতে । তোমার অপেক্ষা শেষ ।
হিমু নেই । হিমু আসবে না ।
আমি হিমু না । হিমালয় । তোমার কাছে হিমালয় আসবে ।
......................ইতি হিমালয় ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।