আমাদের কথা খুঁজে নিন

   

৩য় বিশ্বযুদ্ধ।

মানবিক, যৌক্তিক আর অযৌক্তিক। সোজা কথা আরেকটা মানুষ। দশ জনের ভীরে ডুবে থাকার প্রানান্ত চেষ্টায় থাকা মানুষ। ট্রয়ের কথা মনে আছে? ছবির শুরুর দৃশ্য। তীব্র গর্জনে এগিয়ে চলেছে দু’ পক্ষের সামন্ত।

দূরত্ব বজায় রেখে দাঁড়ালো সেনারা। আগাহমেমনন আর ট্রিওপাসের কথোপকথন। Aga: Good day for the crows. Trio: Remove your army from my land. Aga: I like your land. I think we'll stay. I like your soldiers too. Trio: They won't fight for you. Aga: That's what the Messenians said. And the Arcadians. And the Epeians. Now, they all fight for me. এরকমই আরও কিছু কথার পরে ঠিক হোল, নিজেদের সেরা সেরা যোদ্ধাদের দিয়ে লড়বে দু' পক্ষ। একিলিস আর বোয়াগ্রিয়াস কে ডাকা হোল, একিলিস জিতল। এই পর্যায়ে ভাবি, শুরু হোল ৩য় বিশ্বযুদ্ধ।

সামন্ত হবে তিন বাহিনী। বাংলাদেশ, ভারত আর পাকিস্থান। একই রকম কথা হোল তিন বাহিনীর মধ্যে। নিজেদের সেরা যোদ্ধা প্রেরন করবেন তারা। যে যোদ্ধা আগে সুন্দরবন দখল করবে তারাই আপাতত এইখানে ঘাঁটি বসাবেন।

ভারত থেকে আসলো- তাদের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস অফিসার টি। সে এসে এটম নিয়ে গুতাগুতি করা শুরু করলো। পাকিস্তান থেকে আসলো - তাদের সেনাবাহিনীর সবচেয়ে চৌকস অফিসার টি। সে এসে ভারতের এটম স্কোয়াডে নিজেদের এটম মারার জন্যে গুতাগুতি করা শুরু করলো। আর, বাংলাদেশ থেকে আসলো- দেশের সবচেয়ে চৌকস ফেবুকার আর ব্লগারটি!!!!!!!!!!!! সে দুই হারামির ছবি তুললো।

ফটোশপে এডিট দিয়া আম্ব্রিকার ম্যাপ বসাইলো। তারপর তার ফ্রেন্ডলিস্টে থাকা ওবামারে ট্যাগ দিয়া দুপুরের ভাত খায়া ঘুম দিলো। পরের দিন জানা গেলো ঐ দুইটা দেশরে আর খুইজা পাওয়া যাইতেসেনা, আর বাংলাদেশে ভারত- পাকিস্তান নাম দিয়া রাজনীতির মৃত্যু হওয়াতে সাংসদ ও নেতামণ্ডলীর তীব্র কান্নায় জাতীয় সংসদে বন্যা পরিস্থিতির আশঙ্কা দেখা দিয়েছে। বিঃদ্রঃ কারো মাথা চুলকানির জন্যে পোস্ট দাতা দায়ী নহেন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।