মালালাল জন্য কাঁদছে সারা বিশ্ব! আক্ষেপ!! এই কান্নাটা যদি ফিলিস্তিনের হতভাগড়া শিশুদের জন্য হতো!! তালেবান হামলার শিকার সোয়াতের শিশু মালালার জন্য যারা কেঁদে সিন্দু বইয়ে দেয়, সেই সোয়াতেই আমেরিকার ড্রোন হামলায় মৃত্যু ও পঙ্গুত্ববরণকারী হাজার হাজার শিশুর জন্য তাদের চোখ থেকে বিন্দুও গড়ায় না!! কি এমন কম্ম করে ফেলেছে "মালালা"? গোটা বিশ্বে তাকে নিয়ে তোলপাড় শুরু হয়েছে! তার এক ভিডিও ক্লীপে শুনলাম-সে বলেছে- 'আমার আইডল হলো বারাক ওবামা ও (নাস্তিক) বে-নজীর ভুট্টো।' তার এক ডায়েরির কার্টিংয়ে দেখলাম- লেখা আছে-"বোরকা হলো পস্তর যুগের জিনিস, আর দাড়িওয়ালা লোক দেখলে আমার ফিরআউনের কথা স্মরণ হয়ে যায়।" তাকে তালেবানরা হামলা করেছে। সে এখন হিরো। এরচেয়ে হাজারগুন নির্মভাবে আরো ছোট ছোট বহু শিশু ফিলিস্তিনে প্রতিনিয়ত পঙ্গু ও নিহত হচ্ছে ইয়াহুদীদের দ্বারা। তারা হিরো তো দুরের কথা, সংবাদে ঠাইও পায় না। তাদের আর মালালার মাঝে একমাত্র পার্থক্য হলো-তাদের আইডল মোহাম্মদ সা: আর মালালালর মডেল ওবামা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।