এই যে শুনুন ! আমি এই শহরজুড়ে থাকি মাত্রাছাড়া দুঃখ-টুঃখ ধূলোর রঙে মাখি সুখের অসুখ হলে আমি আনন্দে আটখানা ইনিয়ে-বিনিয়ে বেঁচে থাকার মন্ত্রটাও জানা আপনিও কি আমার মতো নিঃসঙ্গ দাঁড়কাক ? জমবে আলাপ চলুন তবে চা হয়ে যাক !!!! চায়ের সাথে টা হবে গল্প কবিতা হবে টালমাটাল ইচ্ছে হবে বুনো পাখির ঝাঁক চলুন চা হয়ে যাক !! চলুন বেহিসেবি দু:খটাকে তুড়ি দিয়ে বাজাই এলোমেলো ভাবনাগুলো নুড়ি দিয়ে সাজাই। মোবারকের চায়ের দোকান দিচ্ছে দেখুন ডাক চলুন চা হয়ে যাক ! চলুন ভাঙাচোরা বেঞ্চটাতে যত্ন করে বসি কথার কিছু গিঁঠ খুলে দেই আলগা করে রশি মোবারকের চায়ের দোকান দিচ্ছে দেখুন ডাক চলুন চা হয়ে যাক !
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।