আজ 14ই অক্টোবর,
ঠিক এই দিনে তোমার সাথে আমার পরিচয়. .
তারপর প্রণয় ।
সেই প্রণয়ের সুর এখন আর
আমার হৃদয়ে বাজে না,
তখন তুমিই ছিলে. . .
আমার স্বাপ্নরাজ্যের সঙ্গী,
তোমাকে নিয়েই লিখতাম অবিরাম।
এখন বহুদিন তোমাকে নিয়ে লিখি না,
কিকরেইবা লিখি?
এখনতো তোমার চেহারাটা
আমার মনে পড়ে না।
সেই স্মৃতিগুলো আজ আর
হৃদয়ে দাগ কাটে না।
কদিন আগেও চোঁখ বন্ধ করে নিরবে
স্বপ্নময় ক্যানভাসে সোনালী তুলি দিয়ে
তোমার রঙিন ছবি আঁকতাম।
কিন্তু এখন চোঁখ বন্ধ করলে,
সেখানে তোমার ছবি ভাসে না,
ভাসে অন্য কোন ষোড়শীর।
সেদিন যে মেয়ের চুল
বাতাসে হয়েছিল এলোমেলো।
আজ সেই মেয়েটির ছবি চোঁখে ভাসে
যে মেয়েটি তার বুকের উড়নাটা
বাতাসে ছুড়েছিল।
এখন তোমার চেহারাটা স্পষ্ট নয়,
ঝাপসা হয়ে গেছে।
এখন স্পষ্ট হয়ে উঠে
সেই চঞ্চলা মেয়ের মধুর চেহারা।
এখন তোমার কামাতুর করা
বাঁশের পাতার মতো দুটি ঠোট
আমায় কাছে ডাকে না ।
এখন চোখে ভাসে না
তোমার স্ফীত বুক,
উদ্দীপ্ত যৌবন। । ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।