আমাদের কথা খুঁজে নিন

   

আ লিটল এক্সট্রা গ্রাউন্ড ওয়ার্ক

মুক্তিবাদী http://bobonrobon.wordpress.com/ কম্পিউটার জেনেরেটেড মুভি আর ভিডিও ক্যামেরায় শুট করা মুভির মধ্যে সাদা চোখে যে পার্থক্যটা দেখি তা মূলত: প্রস্তুতিতে। সিনেমা তৈরীর ওপরে বাংলায় যে কয়টি বই বেরিয়েছে, তার মধ্যে সত্যজিত রায়ের একটিতে দেখেছি কন্টিনিউইটি রক্ষার জন্য তিনি স্কেচ করে রাখতেন। তখন তো এরকম ধুমধাম ডিজিটাল যুগ ছিল না। সেট ডিজাইন থেকে শুরু করে ক্যামেরা এবং লোকেশন ইনফো ও তিনি গুরুত্বের সাথে আঁচড় দিয়ে রাখতেন তার খেরো খাতায়। মস্কিষ্ককে মুক্ত রাখতেন আরও দরকারি কাজগুলোর জন্য।

তিনি পড়াশোনা করেছেন চারুকলায় তাও আবার নন্দলাল বসুদের মত গুরুদের কাছে। তার কাছে ক্যামেরার চেয়ে কলম কোন অংশেই দুর্বল ছিল না। তা বলে অন্যেরা যে এটাকে সযত্নে এড়িয়ে যাবে তা কি করে হয়। আমি যে ক’টি শুটিং দেখেছি কোনটিতেই এই প্রথার ব্যবহার দেখি নি। তা সে যত নামি দামী পরিচালকই হন না কেন।

তারা সেটে গিয়ে সিদ্ধান্ত নেন। লোকেশনে গিয়ে মাথা চুলকান। এটাই হয়ে গেছে রীতিনীতি। গোলমাল হলে মেজাজ খারাপ। ঝাল গিয়ে পড়ে বাচ্চা প্রোডাকশন বয়টির ওপর।

দেশ নাটক সিনেমায় সয়লাব হয়ে যাচ্ছে। ২২ হাজার টাকায় তিন জন টিআরপি ওয়ালা স্টার নিয়ে এক পর্ব বানানো যায় কি না। এই চিন্তাতেই প্রযোজক, পরিচালক অস্থির। চুইংগাম টাইপের কয়টা শট থাকলে কোনক্রমে উৎরে যাওয়া যায় বা কি উপঢৌকন দিলে প্রিভিউ কমিটি ঢুলে ঢুলে অনুমোদন দেবে সেখানেই মগজ ক্ষয় করছি আমরা। কিন্তু কম পয়সায় ভাল কাজ করতে হলে পূর্বভাবনা বা প্রস্তুতির প্রয়োজন আছে।

আর ভাবতে তো পয়সা লাগার কথা না। আমার কিছু আইডিয়া আছে। শুটিং এ গিয়ে হযবরল অবস্থা দেখে আমার এই চিন্তার জন্ম। শুরুতে এটা অনুৎপাদনশীল মনে হতে পারে। কিন্তু আখেরে মেওয়া ফলবে এটা বিশ্বাস করি।

আর দু’জন সাহস করে শুরু করলেই অন্ধ অনুকরণ (যা আমরা খুবই ভাল পারি) শুরু হবে। আমি সাত জায়গায় এই ঘাটতিগুলো দেখেছি। নবীন থেকে শুরু করে টেরা সিরিয়াল বানানো পরিচালকের সেটেও। এগুলো সম্পূর্ণই আমার মস্তিষ্কপ্রসূত নয়, বাইরে অনেকেই এভাবে কাজ করতে অভ্যস্ত এবং ভাল কাজ পয়দা করছেন। তারাও সেটে মাথা চুলকান তবে সেটা আরও গুরুতর সমস্যায়।

খরচ বাঁচানোই যদি অন্যতম ইস্যু হয় তবে আমি তো বলব এই রাস্তা সিরাতুল মুস্তাকীম। আর মনে রাখবেন failing to plan is planning to fail. এখন অফিস যাব। ঠান্ডা মাথায় গুছিয়ে লিখব। যার দরকার অপেক্ষায় থাকুন। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।