আমাদের কথা খুঁজে নিন

   

২৩ মাইল (৩৭ কিমি) উপরে থাকা বেলুন থেকে লাফ দিলেন অস্ট্রিয়ান স্কাইডাইভার Felix Baumgartner!!!

মুঠোফোন ব্লগার ২৩ মাইল (৩৭ কিমি) উপরে থাকা বেলুন থেকে লাফ দিয়ে অবশেষে সফলভাবে মাটিতেনেমে আসলেন অস্ট্রিয়ান স্কাইডাইভার Felix Baumgartner। অবিশ্বাস্য হলেও সত্য, নিচে নামার সময় একপর্যায়ে তার গতি ছিল ঘন্টায় ৭২৮ মাইল। এতে তার প্রায় ১০ মিনিটের মত সময় লেগেছে। সাধারণত এত উপর থেকে লাফ দিলে শরীরে নানা রকম সমস্যা হয়। উচ্চচাপে মারা যাবার সম্ভাবনাও ছিল। কিন্তু সকল বাধা অতিক্রম করে Felix Baumgartner আজ বিশ্বরেকর্ডের মালিক। ইতিহাস Felix Baumgartner এর নাম মনে রাখবে কিনা জানিনা। তবে মানব জাতির ইতিহাসকে বীর Felix Baumgartner সত্যিই আরও উজ্জল করল। কৃতঙ্গতা: ডারউইন : একুশ শতকে প্রাসঙ্গিকতা এবং ভাবনা Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।