আমার ব্লগে যখন আইছেন কিছু না বইলা যাইয়েন না । আজ কে ৩ জি উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তার ছেলে বলেছেন আবার ক্ষমতায় গেলে তারা ৪ জি ও চালু করবে সে ও বর্তমানে ক্ষমতায় আছে যাই হোক ৩জি যেইসব যায়গায় চালু হয়েছে সব গুলো যায়গায় ওয়াইমাক্স আছে। আর কথা হল যেখানে বাংলালায়ন(৪জি) বা কিউবি ১৪৫০ টাকায় আনলিমিটেড ৫১২ কিলোবিটস/সে স্পীড দিচ্ছে । সেখানে এত কাঠখড় পুরিয়ে কে যাবে ১৫০০ টাকা দিয়ে টেলিটকের ৩জির মজা নিতে। টেলিটক যদি ১৫০০ টাকায় 1Mbps আনলিমিটেড দিত তা হলেও একটা কথা ছিল এছাড়া হাসিনা বলেছেন, মোবাইল ফোন প্রযুক্তিতে এগিয়ে থাকা দেশগুলোর সমকক্ষ হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ একটি নতুন মাইলফলক স্পর্শ করল। উনার কাছে ' মাইলফলক ' সহজ একটা শব্দ। মাইলফলক দিয়ে কি হবে, যখন গতির সময়ে আর সবাই আমাদের থেকে আলোকবর্ষ দূরে ?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।