দেশের সরকারি মোবাইল ফোন সংস্থা টেলিটকের 3G সার্ভিস প্রধানমন্ত্রীর হাতে উদ্বোধন নিয়ে একটি স্টাটাস দিয়ে নানান প্রতিক্রিয়া পেয়েছি! ধারনাজনিত ত্রুটি আছে বেশ! এটা নাকি স্বপ্ন? স্বপ্নটার রং কি জানা আছে? 3G, 4G যে নেটওয়ার্কই ব্যবহার করুন না কেন এর সুবিধা পেতে গুরুত্বপূর্ণ আপনার হাতের সেট! আপনার হাতের সেটটি যদি স্মার্টফোন বা আইফোন হয়, আপনি এর অনেক সুবিধা পেতে পারেন। যা নকিয়া সহ অনেক সাধারন সেটে সম্ভব না! পঞ্চাশ-আশি হাজার টাকায় স্মার্টফোন-আইফোন কিনে ব্যবহারের সামর্থ্য কত পার্সেন্ট মানুষের আছে বা থাকা বাস্তব? আর দুনিয়া দৌড়াচ্ছে ব্রডব্যান্ড ইন্টারনেটের স্পীডের গতির শক্তিতে! মোবাইলে ইন্টারনেটের স্পীড কাদের বেশি দরকার? দক্ষিন কোরিয়ার ইন্টারনেট স্পীডও অস্ট্রেলিয়া সহ অনেক দেশের চেয়ে বেশি। এসবের পিছনে বিনিয়োগের পরিমান-সামর্থ্যও তৃতীয় বিশ্বের সাধারন্যে অকল্পনীয়! 3G, 4G প্রযুক্তির মোবাইল সার্ভিসের পিছনে যে বিপুল বাড়তি খরচের বিষয় জড়িত, সে ব্যাপারে কি দেশের গ্রাহকরা ওয়াকিফহাল? বা এটিই কি ছিল দেশের লোকজনের মূল-অগ্রাধিকার চাহিদা? প্রধানমন্ত্রীর মঞ্চের চেহারা দেখেও ব্...যবসার পাট্টির কথা মনে পড়লো! রেমিটেন্স, ভিওআইপি সহ নানান এজেন্সির ভাগবাটোয়ার হাত বিদেশ পর্যন্ত এভাবে লম্বা হয়েছে! যেহেতু সবকিছুতে অর্থ আর ব্যবসার বিষয় জড়িত, এসব ব্যবসা যেহেতু কেউ না কেউ করবে, পাবে, আমাদের দেশের বাস্তবতায় এসব পায়-পেয়েছে সরকারি দলের লোকেরাই, কাজেই বড় বড় কথা না বলে সার্ভিসটির মূল্য কত, কাকে কি কত মুনাফায় দেয়া হয়েছে, মুনাফা কম করলে আরও কত কমে দেয়া যেত, এসব সাফ বলাই ভালো! কারন এখানেতো কেউ আর এখন রামকৃষ্ণ মিশনের পুরোহিত-সেবায়েত-সদস্য না! প্রযুক্তি প্রযুক্তি বলে বলে দোয়েল লেপটপ কোথায় উড়াল দিয়েছে? এত ঢাক-ঢোল পাঠানো ইভিএম কেন হঠাৎ হাওয়া? এই 3G ক্রেজ কতদিন জিন্দা রাখা সম্ভব?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।