গনজাগরনের মাধ্যেমে পরিবর্তন সম্ভব....মানুষের চিন্তার পরিবর্তন করাটা জরুরি ....বুদ্ধিবৃত্তিক পুনরজাগরনে বিশ্বাসী বিশ্বজুড়ে কন্যাশিশুদের বাল্যপ্রেমের হার বাড়ছে আশঙ্কাজনকহারে। বর্তমান ধারা চলতে থাকলে ২০২০ সাল নাগাদ প্রতিবছর এক শত কোটি ৪০ লাখেরও বেশি কন্যাশিশু বাল্যপ্রেমের ঝুঁকিতে পড়বে। ২০৩০ সাল নাগাদ এ সংখ্যা বছরে দেড় কোটি ছাড়াবে। আন্তর্জাতিক কন্যাশিশু দিবস উপলক্ষে গত বৃহস্পতিবার প্রকাশিত প্রতিবেদনে জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপিএ) এ আশঙ্কা প্রকাশ করেছে। বাল্যবিবাহ বন্ধে শিক্ষা বিস্তারের ওপর গুরুত্বারোপ করেছে তারা।
'ম্যারিং টু ইয়াং : অ্যান্ড চাইল্ড ম্যারেজ' শিরোনামের প্রতিবেদনটিতে জাতিসংঘ জানায়, বিশ্বে বাল্যপ্রেমের হার সবচেয়ে বেশি দক্ষিণ এশিয়ায়। এর মধ্যে আবার সবার ওপরে আছে বাংলাদেশ।
জাতিসংঘ গত বৃহস্পতিবার (১১ অক্টোবর) প্রথমবারের মতো আন্তর্জাতিক কন্যাশিশু দিবস পালন করে। বাল্যপ্রেমের বন্ধ করা এবং ক্ষতিকর এই রীতি থেকে কন্যাশিশুদের রক্ষার জন্য শিক্ষার প্রসারকেই দিবসটির প্রতিপাদ্য ধরা হয়। এ দিবস উপলক্ষে ইউএনএফপিএ প্রতিবেদনটি প্রকাশ করে।
সংস্থাটির দাবি, ২০২০ নাগাদ বাল্যপ্রেমের হার ৯৪ শতাংশ বাড়বে। বাল্যবিবাহের বর্তমান হার অব্যাহত থাকলে আগামী এক দশকে প্রতিবছর ১৮ বছরের নিচের পাচ কোটি ৪২ লাখ কন্যাশিশুর বাল্যপ্রেমে হবে। ২০৩০ সাল নাগাদ বার্ষিক এই হার দেড় কোটি ছাড়িয়ে যাবে। প্রায় ৫০টি উন্নয়নশীল দেশের ওপর গবেষণা শেষে এ প্রতিবেদন তৈরি করা হয়েছে।
ইউএনএফপিএর নির্বাহী পরিচালক বাবাতুনদে ওসোতিমেহিন বলেন, 'বাল্যবিবাহ মারাত্মক মানবাধিকার লঙ্ঘনের শামিল।
এ প্রবণতা কন্যাশিশুদের কাছ থেকে শিক্ষা, স্বাস্থ্যসেবার মতো মৌলিক অধিকারসহ দীর্ঘমেয়াদি সম্ভাবনাগুলো কেড়ে নেয়। বাল্যপ্রেমের ঘটনা মাতৃত্ব ও প্রসবকালীন জটিলতা তৈরিতে ভূমিকা রাখে ।
প্রতিবেদনে জানানো হয়,বাংলাদেশে কন্যাশিশুদের প্রায় ৬৬ শতাংশই বাল্যপ্রেমের শিকার হয়। জাতিসংঘের বিশেষজ্ঞরা ধারণা করছেন, ২০৩০ সাল নাগাদ দক্ষিণ এশিয়ায় প্রায় ১৩ কোটি, সাব-সাহারান আফ্রিকায় সাত কোটি, লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে সাড়ে চার কোটি কন্যাশিশু বাল্যপ্রেমের শিকার হবে। বাল্যপ্রেমের হারের দিক থেকে এগিয়ে থাকা ১২টি দেশের জন্য আগামী পাঁচ বছরে দুই কোটি মার্কিন ডলার অতিরিক্ত সাহায্যের ঘোষণা দিয়েছে ইউএনএফপিএ।
বি: দ্র: প্রতিবেদনটিতে বাল্যপ্রেমের জায়গায় বাল্যবিবাহ ছিল।
প্রায় দেড় কোটি কন্যাশিশু বাল্যবিবাহের ঝুঁকিতে ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।