দিনে সূর্য রাতে চাদঁ, নতুন আলোয় করবো মাত ! আমি আজকের পোষ্টে দেখাব কেন টেলিটক ইন্টারনেট বেস্ট অন্যদের চেয়ে। শুধু নিচের পার্থক্য গুলো দেখুন তারপর আমার সাথে সহমত হন: প্রিপেইড প্যাকেজের ক্ষেত্রে: নরমাল স্পিড প্যাকেজ ধরে (ভ্যাট ১৫% বাদে) [আমি টাংগাইল থেকে ইউজ করে সবচেয়ে ভাল স্পিড পাই। যারা ঢাকা আছেন তাদের তো পোয়া বারো। আর বর্তমান ৩জি চালু করাতে নেটওয়র্ক প্রবলেমও খুব বেশী দিন থাকবে না।]
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।