আমাদের কথা খুঁজে নিন

   

The Graduate (1967) (অপ্রাপ্তবয়স্কদের জন্য নহে)

“কেহ কি বলিতে পারে, কখন কাহারে মনে ধরে। ” --- আপনাকে এরকমই এক ধারনার সম্মুখীন হতে হবে ষাটের দশকের মুভি The Graduate এ। মুভির শুরুটা হয়েছে ২১ বছর বয়সী কলেজ গ্রাজুয়েট Benjamin Braddock (Dustin Hoffman) এর অ্যাওয়ার্ড উইনিং ফ্যামিলি পার্টি দিয়ে। নিজের ভবিষ্যত নিয়ে কিছুটা চিন্তিত আতেল ছাত্র বেন (Benjamin) কে ছেলেভুলানো ছলাকলায় নিজের ফাকা বাড়িতে নিয়ে যান বেনের বাবার বিজনেস পার্টনারের সহধর্মিনী Mrs. Robinson (Anne Bancroft) । তারপর আনাড়ি ভোলাভালা বেনকে নিজের মায়াজালে (Seduce) ফাসানোর চেষ্টা করেন Mrs. Robinson . কিন্তু Mr. Robinson এর অসময়ে শুভাগমনের ফলে ওইদিনের জন্য বেচে যায় বেন।

কিন্তু পরের দিনই অদ্ভুতভাবে তাদের দুজনকে দেখা যায় একটা হোটেল রুমে। এভাবেই বয়সের দোষে Mrs. Robinson এর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে বেন। অবৈধ সম্পর্কের মধুরতায় ইউনিভার্সিটির লেখাপড়া শিকেয় তুলে কয়েকমাসের মধ্যেই বাবা মার চিন্তার কারন হয়ে দাড়ায়। তখনই আগমন ঘটে Mrs. Robinson এর একমাত্র মেয়ে Elaine (Katharine Ross) এর। বাবা মার আবদার মেটাতে Elaine কে নিয়ে একদিন ডেটে যায় বেন।

তার আগেই Mrs. Robinson বেনকে প্রতিজ্ঞা করিয়েছে যে সে Elaine এর সাথে কোন সম্পর্কে জড়াবে না। কিন্তু বেচারা বেন প্রকৃতির অতি সাধারন নিয়মের মতই প্রেমে পড়ে যায় Elaine এর। একই সাথে বেনকেও ভালো লাগে Elaine এর। কিন্তু Mrs. Robinson এর বাধার কারনে মায়ের সাথে বেনের অবৈধ সম্পর্কের কথা জেনে যায় Elaine। তারপর প্রচন্ড অভিমানে আবার কলেজে ফিরে যায় Elaine।

অত:পর প্রেমিকাকে ফিরিয়ে আনার অতি সুপরিচিত অভিযানে নামে বেন। অনেক বলে ফেললাম, বাকিটা না হয় আপনারাই দেখে নেবেন। #বলিউডের বস্তাপঁচা লাভ স্টোরি আর কোরিয়ান সিরিয়াস রোমান্টিসিজমের মাঝেও ষাটের দশকের পুরানো ধাচের এই রোমান্টিক কমিডি ভালোই লাগলো। Dustin Hoffman ভালো অভিনয় করেছেন। তবে Katharine Ross এর চেয়ে Anne Bancroft কে আমার কাছে বেশী ভালো লেগেছে।

ওহ ভুলেই গিয়েছিলাম- The Graduate (1967) Genre: Comedy, Drama, Romance Director: Mike Nichols IMDB: 8.1 Rottentomatoes: 88% ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।