আমাদের কথা খুঁজে নিন

   

||= সময়- বন্ধুত্ব, ভালোবাসায় =||

কতশত চেনা মুখে দেখেছি আমি অচেনা মানুষের ছায়া! দিন চলে যায়, সময় পেরিয়ে যায়। সময়ের সাথে সাথে বদলে যায় আমাদের ভালোবাসা, বদলে যেতে থাকে আমাদের বন্ধুত্বের প্রকারভেদ। কখনো, কোনও এককালে আমাদের বন্ধুত্ব ছিল নিষ্পাপ, সময়ের সাথে সাথে তাকে ঘিরে ফেলে স্বার্থপরতার বিষবাষ্প; আবার কখনো বা সেখানে জমে উঠেছিল ভালোবাসা, আমাদের অগোচরে। গতকাল তুমি যখন সেখানে ভালোবাসার আভাস দিয়েছিলে, নির্বোধ আমি , তখনো বুঝিনি। আজকে আমি যখন তোমাকে সে আভাস দেই, উদাসীন তুমি, উপেক্ষা করে চলে যাও। আমাদের আর ফেরা হয় না, পুরোনো, অনেকদিনের আপন সে বলয়ে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।