আমাদের কথা খুঁজে নিন

   

ছোট বোনের জন্য একটা মোটরসাইকেল কিনতে চাই, কে কোনটা সাজেস্ট করবেন?

গত এক সপ্তাহ নেট ঘেটে ঘেঁটে অস্থির হয়ে গেছি। কিন্তু কোন রিজাল্ট পেলাম না। টিভিএস স্কুটি পেপ প্লাসটা অনেক ভাল লেগেছে, কিন্তু দামটা একটু বেশি। আমি ৭০,০০০/- এর ভেতরে চাচ্ছিলাম। সিলেটের মার্কেটগুলো ঘুরে কোথাও পেলাম না। - "ভাই লেডিস চলে না, তাই আনি না!" - কোথায় পাওয়া যেতে পারে? - কইতাম পারতাম নাই! এখন বুঝেন কি বিপদ! ঢাকায় যাবো একদিন কিন্তু স্কুটি কোথায়, কোন মার্কেটে পাওয়া যাবে জানি না! আর ইলেকট্রিক বাইকগুলো সেলবাজার আর ক্লিক বিডিতে কয়েকটা দেখলাম, বুঝতে পারছি না সেগুলোর উপর ভরসা করা যায় কি না। রেফারেন্স দিয়ে আমাকে একটু সহায়তা করবেন প্লিজ, সাথে লিঙ্ক আর ছবি দিলে অনেক সুবিধা হয়। ধন্যবাদ

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।