হিউমর হীন দের প্রবেশ নিষেধ! সরকারি জিনিস মানেই খারাপ সার্ভিস আর খারাপ কোয়ালিটি এই কথাটা আসলেই ধ্রুব সত্য!! তবে প্রাইভেট মানে বাটপরি আর যত্তসব চালাকি এই কথাটিও মিথ্যা নাহ! সবাই এখন ব্রাক ব্যাংক এর বিকাশ নিয়া লাফালাফি করতেসে কিন্তু কইজনেই বা জানে বাংলাদেশ পোষ্ট অফিস এর ই এম টি এস বা ইলেকট্রনিক্স মানি ট্রান্সফার সার্ভিস সম্পর্কে?? এই সার্ভিসটি বাংলালিংক নেট ওয়ার্কের মাধ্যমে যে কোন মোবাইল অথবা কম্পিউটারের সাহায্যে প্রদান করা হয় । ই এম টি এসে এক প্রান্ত থেকে অপর প্রান্তে টাকা পৌছানো হয় মাত্র এক মিনিটে। প্রেরক পোস্ট অফিসে এসে ই এম ও-১ ফরম পূরণ করে টাকা সহ কাউন্টারে দেওয়ার পর প্রেরকের মোবাইলে একটি মেসেজে পৌছে যায়। প্রেরক উক্ত মেসেজটি প্রাপকের মোবাইলে পাঠিয়ে দিলে প্রাপক উক্ত মেসেজ থেকে ষোল ডিজিটের একটি পিন নম্বর সংগ্রহ করে ওটা ই এম ও-২ ফরমে লিখে কাউন্টারে দিলে কাউন্টার অপারেটর টাকা প্রদান করেন। সারা বাংলাদেশের প্রায় ২৮০০ পোস্ট অফিসে এই সেবা প্রদান করা হয় ! এখন আসা যাক ফি এর কথাই , ইএমটিএস এ টাকা পাঠাতে প্রথম এক হাজারে দিতে হয় ২৭ টাকা এবং পরবর্তি প্রতি হাজারে দিতে হয় ১০ টাকা করে তাহলে ৫০০০ টাকা পাঠালে ফি দিতে হয় প্রাই ৬৭ টাকা , যেখানে বিকাশে দিতে হয় ১০০ টাকা আর বিভিন্ন কুরিয়ারে পাঠালে লাগে ৯০ থেকে ১২০ টাকা । আরো বিস্তারিত জানতে বাংলাদেশ পোষ্ট অফিস এর অফিসিয়াল ওয়েবসাইট টি দেখতে পারেন ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।