সেই পাঁচমোড়া পাহাড়ের তলায়, শ্যামলি নদীর ধারে, যেখানে গয়লা বাড়ির মেয়েরা কলসি কাঁখে রোজ জল আনতে যায়; এদিকে দইওলা বলে একটি ক্যারেক্টার মায়াবী হাঁক দিয়ে যায়, কিন্তু বেরোনোর জো নেই, অমলের জ্বর, রাজার বদ্যি-কবিরাজেও কাজ হচ্ছে না। অবশ্য চূড়ান্ত মোমেন্টে ইন করবে মালিনির মেয়ে সুধা। সে শিয়রের পাশে ফুল রেখে বলবে, 'অমল উঠলে বোলো, সুধা ওকে ভোলেনি' কয়েকবছর ধরে নিউ এলিফ্যান্ট রোডে থাকি। একটু আগেই ফার্মেসী থেকে নাপা, প্যারাসিটামল, টুসকা নিয়ে বাসায় ফিরলাম। রাতে, ফ্রিজ থেকে খাবার নামিয়ে গরম করে খেতে হবে। ... সেই দিন আর নেই গো। তবু, মনের মধ্যে প্রশ্ন ঠিকই উঁকি মারে, সুধা আসবে না? সুধা আসবে না! ত্রিভুবন কাঁপিয়ে ডাকছি, সুধা...সুধা, কাম অন বেবি। রাত যতই হোক, মনে রাখবা, তোমার বুকের মধ্যে মুখ না রেখে আমি কিছুতেই ঘুমোতে পারব না...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।