আমাদের কথা খুঁজে নিন

   

নতুন লেখকদের অবশ্য পাঠ্য বই - ০৪

জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়। বইয়ের নাম : লাল নীল দীপাবলি বা বাংলা সাহিত্যের জীবনী লেখক : হুমায়ুন আজাদ প্রকাশক : আগামী প্রকাশনী মূল্য : ১০০ টাকা বোঝাই যাচ্ছে এটা একটা ইতিহাসের বই। লেখক হতে হলে ইতিহাসের বই পড়তে হবে কেন ? কারণ এটা তো বাংলা সাহিত্যের ইতিহাস।

আপনি বাংলা সাহিত্যের লেখক হবেন, বাংলা সাহিত্যের ইতিহাস জানবেন না, নাকি জানা উচিত নয় ? এই বইয়ের লেখককে নিয়ে একটু বিতর্ক করে অনেকে, কিন্তু উনার এই বই নিয়ে কোন বিতর্ক নেই। অসাধারণ এক বই। যথারীতি সূচিপত্রের দিকে একটু চোখ দেয়া যাক । লাল নীল দীপাবলি, বাঙালি বাঙলা বাঙলাদেশ, বাঙলা সাহিত্যের তিন যুগ, প্রথম প্রদীপ:চর্যাপদ, অন্ধকারে দেড় শো বছর, প্রদীপ জ্বললো আবার : মঙ্গলকাব্য, চণ্ডীমঙ্গলের সোনালি গল্প, মনসামঙ্গলের নীল দুঃখ, কবিকঙ্কন মুকুন্দরাম চক্রবর্তী, রায়গুণাকর ভারতচন্দ্র, উজ্জ্বলতম আলো: বৈষ্ণব পদাবলি, বিদ্যাপতি, চণ্ডীদাস, চৈতন্য ও বৈষ্ণবজীবনী, দেবতার মতো দুজন এবং কয়েকজন অনুবাদক, ভিন্ন প্রদীপ : মুসলমান কবিরা, আলাওল, লোকসাহিত্য : বুকের বাঁশরি, দ্বিতীয় অন্ধকার, অভিনব আলোর ঝলক, গদ্য : নতুন সম্রাট, গদ্যের জনক ও প্রধান পুরুষেরা, কবিতা : অন্তর হ’তে আহরি বচন, উপন্যাস : মানুষের মহাকাব্য, নাটক : জীবনের দ্বন্দ্ব, রবীন্দ্রনাথ : প্রতিদিনের সূর্য, বিশশতকের আলো : আধুনিকতা। সূচিপত্র দেখে ঘাবড়ানোর কিছু নেই।

দীর্ঘকালের ইতিহাস নিয়ে বইটি লেখা হলেও বইটি কিন্তু গাবদা সাইজের না। মাত্র ১৪৪ পৃষ্ঠায় শেষ এই বই। সুতরাং এর চেয়ে সংক্ষেপে বাংলা সাহিত্যের ইতিহাস কোথাও পাওয়া যাবে না। অবশ্যই নতুন লেখকদের এই বইটি পড়তে হবে। চলবে...... পর্ব -০১ ।

পর্ব -০২ । পর্ব -০৩ । পর্ব - ০৫ । নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ : বাংলা বানান শেখার বই পর্ব -১ । পর্ব -২ ।

পর্ব -০৩ । পর্ব -০৪ ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।