জীবন বুনে স্বপ্ন বানাই মানবজমিনে অনেক চাষ চাই
যারা লেখক হতে চান, তাদের জন্য এই সিরিজ। লেখক হতে হলে কোন কোন বইগুলি অবশ্যই পড়া উচিত সেটা মাথায় রেখে এই সিরিজটা লিখছি। কেবল বাংলা বই এই সিরিজের আলোচ্য বিষয়।
বইয়ের নাম : সাহিত্য সন্দর্শন
লেখক : শ্রীশচন্দ্র দাশ
প্রকাশক : সুচয়নী প্রকাশনী
মূল্য : ১০০ টাকা
এই বইটা মূলত সাহিত্যের শাখা-প্রশাখা সম্পর্কে পরিচিতি। সাহিত্যের যতগুলো শাখা-প্রশাখা আছে, সবগুলো বিষয়ই আলোচিত হয়েছে এই বইয়ে।
প্রথম সংস্করণে কেবল শাখা-প্রশাখা নিয়েই আলোচনা ছিল। কিন্তু তৃতীয় সংস্করণে অনেকগুলো নতুন বিষয় যোগ করা হয়েছে।
একটু সূচিপত্রের দিকে নজর দিলেই বোঝা যাবে, এই বইয়ে কী কী বিষয় আছে। যেমন : আর্ট, সাহিত্য, কবিতা, সাহিত্যে রসতত্ত্ব, গীতিকবিতা, বস্তুনিষ্ঠ বা তন্ময় কবিতা, নাটক, উপন্যাস, ছোটগল্প, প্রবন্ধ সাহিত্য, সমালোচনা, গদ্যসাহিত্য, রোমান্টিসিজম্ ও ক্লাসিসিজম, সাহিত্যে বস্তুতন্ত্র ও ভাবতন্ত্র, সাহিত্যে রসসর্বস্বতানীতি, বাণীভঙ্গি, হাস্যরস, সাহিত্যে সাবলিমিটি, সাহিত্যে মিস্টিসিজম্, বাংলা কবিতার ছন্দ, আর্ট ও নীতি, গদ্যকবিতা, মহৎকাব্য ও সাহিত্য সংকেত। তাছাড়া বইয়ের শেষে একটা গ্রন্থপঞ্জিও আছে।
সাহিত্যের সবগুলো শাখা সম্পর্কে প্রাথমিক একটা ধারণা নেয়ার জন্য ভালো বই। কিন্তু বইটার ভাষাটা একটু পুরোনো বলে একালের তরুণদের পড়তে একটু খটমট লাগতে পারে। তবে যারা রবীন্দ্র-সাহিত্য পড়তে অভ্যস্ত, তাদের জন্য কোন ব্যাপার না।
যাই হোক, নতুন লেখকদের জন্য অবশ্যই এই বইটি পাঠ্য।
চলবে......
পর্ব -০১ ।
পর্ব -০২ । পর্ব -০৪ ।
নতুন লেখকদের জন্য শুদ্ধ বানান শেখার সিরিজ :
বাংলা বানান শেখার বই
পর্ব -১ । পর্ব -২ । পর্ব -০৩ ।
পর্ব -০৪ ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।