Stil Alive - অহনো বাঁইচ্চা আচি! বড় একটা বাঁশ খাওয়ার প্রস্তুতি নিয়েই পরীক্ষা হলে ঢুকেছিলুম। কিন্তু বাঁশ তো নয়, এ যেন কঞ্চি খেলুম! প্রশ্নটা হাতে পেয়ে দেখি এইচএসসি-তে অর্জিত ব্যবস্থাপনা জ্ঞানটুকু ঢেলে দিলেই যথেষ্ট... আড়াই বছর আগের ব্যাট দিয়ে খেলতে শুরু করলুম। শেষ ওভারে ১০ রান দরকার, আই মিন ১০ মিনিটে ১০ নম্বর তুলতে হবে। এমন সময় উইকেট কীপার আমার নাম ধরে ডাক দিলো, আই মিন পেছনে বসা হতভাগা... তার দিকে ঘুরে তাকাতেই বোল্ড! আম্পায়ার এসে খাতা নিয়ে গেলো! আর শেষ মুহুর্তে দিয়ে গেলো কঞ্চি। অনুরোধ করলুম "ষ্যাড়, আমি দেকিনি মাইরি বলচি.. ঐ হট-অভাগাই আমায় ডেকেচিলো, তাই ঘুরে তাকিয়েচি শুদু..." উনি এমন লুক দিলেন যেন আমার কথা শুনতে পাননি ! "ডিসিশান রিভিউ সিস্টেম" না থাকায় আম্পায়ারের ভুল সিদ্ধান্তে বলির পাঁঠা হলুম আমি ! শুধু মনে মনে বললুম- 'হেই টিচার, আর ইউ পোম গানা? ' ক্ষান্ত দিলুম আজকের ইনিংসে.. পরবর্তী বাঁশ ১৩ তারিখ। ১৩-অক্টো-১২ : বাঁশ-ঠিক ব্যর্থনীতি - 'দ্য' মাইক্রো ইকোনোমিক্স মাঝখানের দুইদিনে "হাউ টু ঈট অ্যান আনক্লিন্ড ব্যাম্বু ইন ইগ-জ্যাম হল" কোর্সখানা শেষ করতে পারবো বলে মনে হচ্ছে। :-| বিঃ দ্রঃ ইহাকে ছবি ব্লগ ভাবিয়া ভুল করিবেন না
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।