আমাদের কথা খুঁজে নিন

   

কাক ও কবির দেশে, আরেকজন নতুন কবি...

খেলাঘর বাঁধতে লেগেছি.... আমাদের এখানে এখন ঝুম বৃষ্টি। কার্ণিশ থেকে ছুটে আসা বৃষ্টির ছাটে ভিজতে ভিজতে হঠাত করে পুরনো কিছু স্মৃতি মনে পরে গেল। স্মৃতির খাতায় পৃষ্ঠা উল্টাতে উল্টাতে প্রায় ধুসর হয়ে যাওয়া এক বিবর্ণ প্রিয় পাতা খুঁজে পেলাম। একটা কবিতা। লিখেছিলাম সেই কবে, মনেও নেই আজ। গঙ্গাফড়িং'এর মত চঞ্চল ইচ্ছে আজ; খুব প্রিয় কেউ পড়ুক। গঙ্গা ফড়িং ইচ্ছে গান লিখতে বসি যখন, শব্দ খুঁজে পাই না, ভাবি যে, কি ভালো লাগে, আর কি ভালো লাগে না। শূন্য খাতার পাতায় ভাসে, বন্ধুদের সেই আড্ডা, জীবনের কোনো এক, ভুলে যাব আকাঙ্খা... দেশপ্রেম বা কোনো এক অজানা রুপকথা বা কোনো এক স্মৃতি ভালবাসা... ঠিক করলাম গানের কথা হবে সেই মুহুর্তেই মাথায় আসা! শীতের ভোরে একটি গরম চা এর কাপ এর ধোয়া, নাকি গরম লেপটা গায়ে মুড়ি দিয়ে শোয়া... বর্ষার রাতে বারান্দায় একা বসে থাকা, গান ও সুর এ মনে পরে পুরনো দিনের কথা... রাস্তার ধারে ছুটে চলা টোকাই ছেলের আনন্দ, ট্রাফিক জাম এ গাড়ির ধোয়া লাগে বরই মন্দ! বসন্তের বাতাসে ফুলের ভরা গন্ধ, নীলিমার কানভাস এ তারাদের এই ছন্দ! গানটা দেখি নিয়ে গেল ভীন দেশী এক রাজ্যে, ঘুরে ফিরে আবার এলো ভাঙ্গা ঢোলের আওয়াজে! ইতিহাসের খাতার পিছে কথাগুলো লিখে এলোমেলো ভাবনাগুলো গুছিয়ে নিলাম দেখে... হাওয়া থেকে তৈরী হলো আমাদের এই গান! আসা করি মেতে উঠবে তোমাদের ও প্রাণ! জানিনা আপনাদের কেমন লাগবে, তারপরেও শেয়ার করছি। আমি নতুন, এই লেখার প্রচেষ্টার ভুল গুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আর? শুভ কামনা জানাবেন। ফীডব্যাক পেলে ভালো লাগবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।