জীবন কখনোই সংগ্রাম বিহীন হতে পারে না মসজিদ আল্লাহ পাক উনার ঘর। মসজিদে মুসলমানগণ ইতমিনানের সাথে ইবাদত-বন্দেগী করে থাকে। মসজিদে সে নিজেকে নিরাপদ ভাবে। কিন্তু বর্তমানে আমাদের সমাজের এমন কঠিন অবস্থা যে মুসলমানরা মসজিদেও একটু শান্তিতে ইবাদত বন্দেগী করতে পারে না। মসজিদের আশপাশ থেকে ভেসে আসে হারাম গানের সুর, যা তার ইবাদত বন্দেগীকে মারাত্মক ভাবে ব্যাহত করে।
অথচ মসজিদের আশপাশে যে সব বাসা-বাড়ি বা দোকান পাট থেকে এসব গানের সুর ভেসে আসে সেই সব বাসা-বাড়ি ও দোকান পাটের মালিক বা বসবাসকারীদের যেন বিবেক মরে গেছে; তাদের মধ্যে একটুও চিন্তা আসে না যে পাশে মসজিদ আছে, মুসলমানগণ সেখানে ইবাদত-বন্দেগী করছেন। তারা গানতো ছাড়েই এমনকি আওয়াজ এতো জোরে দেয় যে কান ফেটে যাবার উপক্রম হয়।
তবে শুধু মসজিদ নয়; আশপাশে যে সব বাসা-বাড়ি রয়েছে সে সব বাড়িতেও তো ইবাদত গুজার লোক থাকাটা স্বাভাবিক; সেক্ষেত্রে তো তাদেরও ইবাদত-বন্দেগীতে ব্যাঘাত ঘটে। কিন্তু হারাম গান বাজনায় মশগুল ব্যক্তিদের সে ব্যাপারে কোন মাথা ব্যথাই নেই।
অত্যন্ত আফসুসের বিষয়! ৯৫% মুসলমানের এদেশে মুসলমানরা আজ একটু নিশ্চিন্তে ইতমিনানের সহিত ইবাদত-বন্দেগী করতে পারে না।
আর আমাদের দেশের প্রশাসন যাদের দায়িত্ব এসব বিষয় পর্যবেক্ষণ করা তাদের কথা কি বলব! দীর্ঘশ্বাস ছাড়া আর কোন ভাষা খুঁজে পাওয়াটা আমার জন্য অনেক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আল্লাহ পাক তিনি সকলকে সঠিক সমঝ দান করুন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।