আমাদের কথা খুঁজে নিন

   

''তুমি'' দা খিচুরি একটি এডিটেড প্রযোজনা

ছাগু ব্যাতিত দুনিয়ার সকল প্রানি দীর্ঘজিবী হউক তুমি আমার ঘুম, আমি তোমায় নিয়ে স্বপ্ন দেখি না, তোমায় ভেবে সারাদিন আমার, কোন কাজই করা হয় না। তুমি না থাকলে সকালটা আমার টেস্টি হয় না, তুমি না চাইলে সেদিন আমি পথেই নামি না। তুমি চাইলে মেঘ, বৃষ্টি যা ইচ্ছা তাই, তোমার মনে আমি একবার ঘুরে আসতে চাই। তোমায় ছেড়ে বহু দূরে যাব কোথায়, তুমি আছো প্রথম সকাল আর আছো কবিতায়। তুমি! তুমি!! তুমি!!! তুমি আমার স্বপ্ন হাজার, বুকেরই নিঃশ্বাস, তোমায় নিয়ে যায় কি ধরা বাজির কোন তাস? তুমি বিনে আকুল পরান, থাকতে চায় না ঘরে, তোমারে না পাইলে আমার, পরান আনচান করে। নিঝুম অন্ধকারে আমি তোমাকে চাই, রাত ভোর হলে আমি তোমাকে চাই, তোমাকে চাই শুধু, তোমাকে চাই, আর কিছু জীবনে পাই বা না পাই...

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।