আমাদের কথা খুঁজে নিন

   

!! নরক যন্ত্রনা !!

যদি স্বপ্ন দেখার সাহস থাকে মনে, তবে এসো হয়ে যাক.... আগুনের পেয়ালায় ভালবাসা এক্কাপ...।!! বিদবা রাত্তিরের শরীরে কাম দেবতার নোংরামি বল্লমের খোঁচায় খোঁচায় রক্তাক্ত মেঘদূত ফিরে যায় আরশিতে, নরক যন্ত্রনায় কুকরে উঠা কুকুরের ক্যুই ক্যুই আর্তনাদে কেঁদে উঠে নক্ষত্র আকাশ। দিনান্তে বলাকা হৃদয় পোড়ে দক্ষিণা বাতাসে, এপাড়ায় ওপাড়ায় বাজে সুরবালার কীর্তন আর তিলত্বমা শহর পথ ঘাট যেন দিশেহারা অশরীরী কোন অপয়া ছায়ার অভিশাপে। ললাটে ললাটে হাত বাদল হওয়া কিছু স্বপ্ন সতন্ত্র বিশ্বাসের বিনিময়ে বিদাতার পরিহাস, কদর্য হয়ে তবু লীলা রতি সবি চলে তবু কালচে রঙের শরীর নিয়ে দেবতা রূপ আর ঘৃণার জীর্ণতায় বেড়ে উঠে দিবাকর । ক্ষেদ আক্ষেপ কত কি বাচন এখানে একান্নবর্তী ঋজু তিক্ততা আর সরলতা যেন সব শূন্য বিটার মায়ায় জড়ো হওয়া মিথ্যে, যেন তুলকালাম কত কি জমা আছে তথায়। অগ্যতা তেমনি থেকে যায় নিরুপায়, অসহ্য সহ্য বল নিয়ে তবু বয়ে চলা নীহারিকা আর কূল হারা নদী একাকার নিঃসঙ্কোচ এই তমালের বুনু জীবনে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।