পুরান আমি নব ভাবনায় বিভোর..
যেই জাতি যত বেশী ভ্রমন করেছে , পৃথিবীর সেই জাতি বেশী জ্ঞান ও সভ্যতার উন্নয়ন করেছে । আমরা বাঙালি জাতি ভ্রমন ইদানিং শুরু করেছি । অনেকেই আবার দেশের সব উল্লেখযোগ্য জায়গা অনেকেই না ঘুরে বিদেশ নিয়ে বেশী আগ্রহ পোষন করে । তাদের জন্য বলবো নিজের মূল আগে যেনে বাইরের দেখাটা পুর্ণতা পায় না । ঘরের কোনের শিশির বিন্দু না দেখে সিন্ধু নদের সৌন্দয্য উপভোগ করা পুরোটা সম্ভব নয় ।
বাংলাদেশের শুধু কক্সবাজার ঘুরলেই দেশ দেখা শেষ হয় না জনাব । পাহাড় , নদী, সবুজের সমারহের সৌন্দর্যের নিজস্ব আবেদন রয়েছে । পঞ্চগড়ের প্রাকৃতিক সৌন্দর্য যারা দেখেন নি তাঁরা বুঝবেন না ।
হিমালয় কন্যা হিসেবে পঞ্চগড় শহরের রয়েছে সুখ্যাতি । শীতে পঞ্চগড় পায় এক অন্য ধরনের সৌন্দর্য্য ।
তুষারপাতের যেমন সৌন্দর্য্য যেমন অসম্ভব ঠান্ডায় সবার কাম্য , তেমনি কুয়াশায় ঢাকা পঞ্চগড়ের রয়েছে আলাদা অভিজ্ঞতা । ঠান্ডায় কেঁপে কেঁপে পিঠাঁ কাবাবের সাথে যদি হয় সন্ধ্যা থেকে রাতভর বাঊল আর পল্লীগীতির আয়োজন । সব কিছুই যদি করতোয়া নদীর পাড়ে আর সাথে নদী ভ্রমনের জন্য নৌকা ! আকাশে চাঁদ থাকলে দুই ফুট করতোয়ার জলে আপনার যে রোমাঞ্চকর অনুভুতি লাভ হবে তা ফুকেট কিংবা বালিদ্বীপের ভ্রমনের চেয়েও উপভোগ্য হতে পারে । এরকমই একটি শীত উতসবের কথা ভাবছি আমরা । পঞ্চগড় শীত উৎসব সফল করতে তরুনদের এগিয়ে আসার আহবান করি ।
পঞ্চগড়ের পর্যটন শিল্পের বিকাশে আসুন নতুন করে ভাবি । আমাদের পিরামিড বাংলাদেশ নামের একটি সংগঠন রইবে সাহায্যকারী হাত হিসেবে ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।