কবিতার মাঝে আনন্দ খুঁজে বেড়াই। ক্রমশ ক্রোধে জাগিয়া উঠিছে
সাহসী যুবা দল,
আপন দেশকে চিনাতে ভবে
হাতে নিয়েছে বল। ।
মিডিয়া জুরে তুলেছিল যারা
সমালোচনার ঝড়,
আপন দেশের মান বাচাঁতে
ব্যাট হাতে তোরা লড়। ।
ভুলে নাই ওরা দেখিয়া তোদের
রাখিয়াছে চির স্মরণ,
আকাশে বাতাসে ধ্বনিছে যখন
এশিয়া কাপের গর্জন। ।
জানিনা তোরা এনে দিবি কবে
সোনার বিশ্বকাপ,
ফুটিবে কবে হৃদয় কাননে
এগারোটা গোলাপ। ।
স্বপ্ন এবার সত্যি যে হবে
পেয়েছি মনোবল,
বিশ্ব জয়ের স্বপ্নে বিভোর
সাহসী যুবা দল।
।
তারা হয়ে ছড়াবি দ্যুতি
গগন কিনারায়,
বিশ্ববাসী তাকিয়ে রবে
স্নিগ্ধ ভালবাসায়। ।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।