মা,তোমায় ভালবাসি। খুব ভালবাসি মা তোমাকে। হয়তো বোঝাতে পারিনা, কিংবা তোমায় কারণে-অকারণে রাগ দেখায়, তবুও তুমি মমতাময়ী মা, আমার মা। তোমার, মাথায় হাত বুলানো, ঘরে না ফেরা পর্যন্ত তোমার শঙ্কা, দূরে থাকলে ফোনে কমল স্মর “দেখে যেয়ো কিংবা সাবধানে ফেরো, বৃষ্টিতে ভেজনা ঠাণ্ডা লাগবে, কিছু খেয়েছ? এক্ষুনি খেয়ে নাও" ইত্যাদি। মা, তোমার সব চিন্তার কেন্দ্রবিন্দু তোমার সন্তান। তাই আজ আমার হৃদয়ে তোমার জন্য বর্ণনাতীত ভালবাসা। জানি মা, তোমার ঋণ শোধ করবার মত নয়, পৃথিবীর কোন সন্তান মায়ের ঋণ শোধ করতে পারবে না। তোমাকে দেবার কিছুই নেই, আছে শুধু ভালবাসা, আর জানাই বিনম্র শ্রদ্ধা। “মা তোমায় সালাম”, তুমি ভাল থেকো এপারে এবং ওপারে, সবখানে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।