আমাদের কথা খুঁজে নিন

   

১১ তলা থেকে লাফ দেয়া হিরু 'জলিল বাই' ও সদ্য নিয়োগপ্রাপ্ত আইসিসি সহসভাফতি 'লুটাস বাইয়ে'র আলাফ আলোছনা...

পাওয়ার অব পিপল স্ট্রংগার দেন দি পিপল ইন পাওয়ার। http://mhcairo.blogspot.com/ - জলিল বাই: হাও আর ইউ ডুড? - লুটাস বাই: সরি!! - জলিল বাই: আইমিন, হুয়াট্স আপ গাই? - লুটাস বাই: ওহা, আমি বালু। আপনি কেমুন?? - জলিল বাই: আম গুড। তো.... আপনিতো মনে হয় ইংলিশ এ GREEN - সহসভাপতির দায়িত্ব কিবাবে পালন করবেন?? - লুটাস বাই: নু, আ-ই আ-ম ন-ট ব্যা-ড ইন ইংলিশ। - জলিল বাই: আপনি আংলিশ পাড়েন বাট উচ্চারণ নট গুড।

কজ, আফনি 'ও' লেভেল করেন নাই। - লুটাস বাই: না, আমি ও লেবেল, ঔ লেবেল সব করেছি। - জলিল বাই: ওকে, তাহলে আফনি মানসিস্টার থেকে ও লেভেল করেন নাই। - লুটাস বাই: মানসিস্টার??? - জলিল বাই: আপনার আআআআংরেজী ফ্রেন্ড নাই, তাদের উইথ আংলিশে স্পিকিং করেন না?? - লুটাস বাই: হা, আছে। আফ্রিকায় আমার অনেক ফ্রেন্ড আছে।

আমি তাদের সাথে আংরেজীতে কতা বলি। - জলিল বাই: ওওওওওওওও, দে আর পম গানা??? - লুটাস বাই: নাহ, তারা গানা গায় না। তারা কিরিকেট খেলে। দক্ষিন আপ্রিকায় লিভ ইন। - জলিল বাই: লুটা বাই..... আপনি আমাদের কিরিকেট পাওয়ার আপ করতে কি করবেন বলিয়া থিনক করেছেন? - লুটাস বাই: হুম, আমি চেষ্টা করব প্রতি ম্যাচে যে কোন একজন পেলিয়ারকে দুইবার ব্যট করার সুযোগ দিতে।

তাহলে আমাগো আশরাফুলকে দুইবার ব্যট করার সুযোগ দেয়া যাবে... - জলিল বাই: কেন, আশরাফুল কেন? তামিম নয় কেন? - লুটা বাই: তামিম মুর্খ....কিছু বুঝে না। জয়ের নিশানা যে দুই আংগুল সেইটা ও জানে না। তাই দেখেন না সে ফিফটি মারার পর চার আংগুল উঠাইছিল। - জলিল বাই: আমাদের খেলোয়ারদের কোন সাইড আপনার নিকট দুর্বল মনে হয়? - লুটাস বাই: তাদের সাহস বারানো দরকার। - জলিল ভাই: আামর মনে হয় খেলুয়ারদের ১১ তলা থেকে লাফ দেওয়ন দরকার!!! - লুটাস বাই: কেনু কেনু? - জলিল বাই: লুটা বাই,,,,!!! আপনি কিছ্ছু বুঝেন না।

একবার চিন্তা করেন ১১ তলা থেকে লাভ দিলে পুলাফাইনের সাহসের থার্মোমিটার কোথায় গিয়ে স্ট্যন্ড করিবে। - লুটাস বাই: ওরা কি বলদ না চিনির বস্তা যে ১১ তলা থেকে লম্ফ দিতে হইবে!!! - জলিল বাই:: আপনি আমারে চিনির বস্তা কইলেন ক্যান???? - লুটাস বাই: কই আপনাকে চিনির বস্তা কইলাম? আমি কইলাম, খাইয়া কোন কাম নাই যে কিরিকেটারদের বলদের মতো ১১ তলা থেকে লাফ দিতে হৈবে.....?? - জলিল বাই: লুটা বাই.... আপনি কিন্তু আবার আমারে বলদ কইলেন.... - লুটাস বাই: আমি আফনারে বলদ কই নাই, তবে আপনি আমারে কয়েকবার 'লুটা' কইছেন। - জলিল বাই: আরে ধুর 'লুটা' বাই আপনি কিছ্ছু বুঝেন না। আইংলিশরা সবার নামকে সংক্ষেপে ডাকে। তাই আপনার নামের 'স' বাদ দিয়া লুটা বাই ডাকছি।

রাগ ডিড?? - লুটাস বাই: ওকে, ঠিকাছে। নু প্রুব। - জলিল বাই: 'কংগ্রেস'। - লুটাস বাই: না, আমি কংগ্রেসকে সাপোর্ট করি না। আমি ডেমোক্রে...... - জলিল বাই: না, মানে বলছিলাম কি, আপনি আইসিসির সহসভাপতি হয়েছেন তাই আপনাকে শুভেচ্ছা।

- লুটাস বাই: ও, সেন্কিউ সেন্কিউ। মোস্তফা কামাল লোটাসকে আমাদের পক্ষ থেকে শুভেচ্ছা...... ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১০ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।