আমাদের কথা খুঁজে নিন

   

ফুলের মতোন করে তুমি ভালোবেসো না আমায়।

প্রদীপ হালদার,জাতিস্মর। ফুলের মতোন করে তুমি ভালোবেসো না আমায় ঝড়ের মতোন করে ধূলায় লুটায়ে দিও না আমায়। বন্যার মতোন করে ভাসিয়ে দিয়ে যেও না আমায় সূর্যের মতোন করে মন পুড়ায়ে দিও না আমায়। পৃথিবীর এক কোণে পড়ে থাকা মানুষ তোমারে প্রণাম জানাই আমি ফুল হতে পারি নি যে ফুলে দেবতার পূজা হয়। আমি ঝড় হতে পারি নি যে ঝড়ে সব কিছু কেড়ে নিয়ে যায় পৃথিবীর এক কোণে পড়ে থাকা মানুষ যার হৃদয়ে কোনো ভালোবাসা নাই। আমি বন্যা হতে পারি নি যে বন্যায় সব কিছু ভেসে চলে যায় পৃথিবীর এক কোণে পড়ে থাকা মানুষ দুঃখ বেদনায় হৃদয় ভরে যায়। আমি সূর্য হতে পারি নি যার প্রখর তাপে পৃথিবীতে খরা দেখা যায় পৃথিবীর এক কোণে পড়ে থাকা মানুষ যার হৃদয়ে সুখ বলে কিছু নাই।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।