চিন্তাশীল আলোচনা করতে চাই। সবার সহযোগীতা একান্ত কাম্য। অ্যাজাইরা পেচালের টাইম নাই। "চে" যদি এখন বাংলাদেশে জীবিত থাকতো!!! জাস্ট একটা এনালাইসিস।
* বাংলাদেশ সরকার এর দূনীতি ও সরকারী দুনীতিবাজ কর্মচারীদের বিরুদ্ধে কঠোর বিপ্লব করতেন।
* গনতন্ত্র ব্যবস্থা যে অকৃতকার্য তা জনগনকে খুবই ভালোমত বুঝিয়ে এর বিরুদ্ধে জনমত গঠন করতেন। তার সমর্থিত কমিউনিজম কে প্রতিস্ঠিত করারা জন্য কঠোর বিপ্লব করতেন।
* গনতন্ত্র এর বিপক্ষে বিপ্লব করার জন্য যুক্তরাস্টের চরম বিরোধিতা ও হুমকির কারনে যুক্তরাস্টের বিরুদ্ধে জনমত গঠন ও বিপ্লব এর আহবান করতেন।
* যুক্তরাস্টে এর কঠোর চাপে বাংলাদেশ সরকার "চে" এর রাজনৈতিক দল এর প্রত্যেকটি সভা-সমাবেশ মিছিলে লাঠি চার্জ ও গ্রেফতার আরাম্ভ করতো।
* "চে" যুক্তরাস্টের সম্রাজ্যবাদী আগ্রাসন ও সরকারের অত্যাচারের কারনে প্রয়োজনে অস্র হাতে নিয়ে কঠোর বিপ্লব করতেন।
* যুক্তরাস্ট নিজেদের সার্থ ও গনতন্ত্রের জন্য "চে" কে নিষিদ্ধ করার জন্য সরকারকে চাপ দেওয়ায় সরকার অস্র হাতে নিয়ে কঠোর বিপ্লব করার জন্য "চে" কে নিষিদ্ধ ঘোষনা করবে।
* সরকার ও যুক্তরাস্ট "চে" এর বিরদ্ধে প্রচারনা চালাতে লাগলো এবং টিভি টকশো ও পত্রিকাতে কমিউনিজম যে অকৃতকার্য হবে তার পক্ষে বলার জন্য মিডিয়া কে উৎসাহিত করবে।
* বিরোধিদল ও জামাত কিছু লক্ষ্য ও উদ্দেশ্যহীন রাজনীতি করবে।
* একদিকে অস্র সহ কমিউনিজমের বিপ্লব অপর দিকে গনতন্ত্রের সরকারের চরম অগনতান্ত্রিক আচরনে জনগন বিপর্যস্ত।
এরপর "জনগন" কি করবেন আপনারা ই বলেন।
প্লিজ। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।