১. এক পিচ্চি দোকানে গিয়েছে, হাতে একটা বোতল।
পিচ্চি: এক লিটার আটা দিন তো ।
দোকানদারঃ বাবু ,
আটা লিটারে না কেজিতে বিক্রি হয় ।
পিচ্চি: আচ্ছা। এই বোতলে এক কেজি আটা দিন
তো !
দোকানদারঃ আহ! বাবু, এভাবে না।
আটা বোতলে নেয় না ।
আচ্ছা তুমি আমার জায়গায় আস,
আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে বলতে হয় ।
(পিচ্চি কাউন্টারের ওপাশে গেল আর দোকানদার কাউন্টারের সামনে)
দোকানদারঃ এক কেজি আটা দিনতো, .
.
.
.
.
পিচ্চি: বোতল আনছেন ?
২. এক সিলেটি ভদ্রলোকের সাথে আরেক
সিলেটি ভদ্রলোকের দেখা।
১ম জন: এবা গতবছর যে মারা গেছিলাইন,
আফনে না আফনের বাই?
২য় জন: আমার বাই।
…
১ম জন: ইয়ার লেগাইতো খই।
তেনারে দেখি,
আফনারে দেখিনা খ্যান? ক্যামবাই
মারা গেছিলাইন?
২য় জন: সাফে খামরাইছে।
১ম জন: খোনো?
২য় জন: খফালে।
১ম জন : আল্লায় ভাচাইছে। চক্ষু দুইটা ভাইচা গেছে। খনোৎ কবর দিছাইন?
২য় জন: ভাড়ির পেছন, ফুকুর ফাড়ে, গাছতলায়।
১ম জন: বালা খরচাইন, ছায়া ফাইবো,
টান্ডা লাগবো। আল্লায় তেনারে বাঁচায়া রাখুক।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।