আমাদের কথা খুঁজে নিন

   

জামালপুর-ঢাকা বাস চলাচল বন্ধ

এ দাবিতে দুপুরে জামালপুর পৌর বাস টার্মিনালে শ্রমিকরা বিক্ষোভ মিছিল করেছে।
এদিকে বাস বন্ধ থাকায় জামালপুর-ময়মনসিংহ-ঢাকা সড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েছে।
বাসচালক জীবন চন্দ্র সাহা ও আরমান হোসেনের অভিযোগ, জামালপুর-ময়মনসিংহ সড়কে প্রায় দুইশ’ অবৈধভাবে সিএনজিচালিত অটোরিকশা চলাচল করছে। এতে বাসযাত্রী আশঙ্কাজনকহারে কমে গেছে।
প্রশাসনকে বার বার অভিযোগ করেও কোনো ফল পাওয়া যায়নি।


তাই শ্রমিকরা বাধ্য হয়ে ধর্মঘটের ডাক দিয়েছে।
জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়ন সভাপতি মাহবুব আনাম বলেন, এ নিয়ে আলোচনা চলছে। খুব দ্রুত সমস্যার সমাধান হবে।
তিনি বলেন, এই ধর্মঘট শ্রমিক ইউনিয়নের ডাকা নয়। এটি ডেকেছে বাস চালক শ্রমিকরা।


জামালপুর সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার বলেন, কোনো ট্রেড ইউনিয়ন এই ধর্মঘটের ডাক দেয়নি। অবৈধভাবে সিএনজি চলার বিষয়ে ট্রেড ইউনিয়নগুলো কোনো অভিযোগ করেনি।
মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন চাইলে এসব সিএনজি অটোরিকশা বন্ধে ব্যবস্থা নেবে পুলিশ।

সোর্স: http://bangla.bdnews24.com     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।