গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে
সাভারে ভবন ধসে নিহত সারি সারি লাশ দেখে বুকের ভিতর কেমন জানি দুমরে মোচরে উঠছে। আমার চোখ ছলছল করছে। এত মানুষের হাহাকার আর আহাজারিতে বাতাস ভারি হয়ে উঠছে। আর নিজেকেও কেমন জানি বেসামাল মনে হচ্ছে। হে বিধাতা, কি অপরাধ করেছিল ওরা ! কাজ করে খেতে এসে লাশ হতে হলো ওদের, পঙ্গু হতে হবে হয়ত আরো অনেককে।
কখনও ভবন ধস, কখনও অগ্নিকান্ড এই কি আমাদের নিয়তি।
এর বেশ কয়েক মাস আগে তাজরিন ফ্যাশনে আগুনের লেলিহান শিখায় পুড়ে গেল এক'শ ও বেশি মানুষের প্রাণ তার সাথে তাদের স্বপ্নগুলোও। এ মানুষগুলো কাজ করতে এসেছিল তাদের স্বপ্নকে জয় করতে। স্বপ্ন তো জয় হয়নি বরং চলে যেতে হয়েছে তাদের এ স্বপ্নের পৃথিবী ছেড়ে। পুড়ে গিয়েছিল অনেক মানুষ ও তাদের স্বপ্ন।
আমরা জানি না তাদের সে স্বপ্নের কথা। সবাই তো চায় একটু ভাল থাকার, ভাল খাবার, ভাল কাপড় চোপড়, ভাল বাসস্থান, ছেলে-মেয়েদের লেখাপড়া করাতে। সেই স্বপ্নের জাল বুনতে এসে যদি লাশ হতে হয় এর চেয়ে দুঃখ আর কি হতে পারে ?
ঝুকিপূর্ণ অনুমোদনহীন ভবন ভাঙ্গার দায়িত্ব যাদের, তারা তাদের দায়িত্ব ঠিকভাবে পালন করলে হয়ত এ ধরনের দূর্ঘটনা আমাদের দেখতে হতো না। কে কোন দল করে তা দেখার বিষয় নয়। আইন সবার জন্য সমান হওয়া উচিৎ।
কেউ আইন না মানলে তাকে কাঠগড়ায় দাঁড় করানোর দায়িত্ব কার? অবশ্যই সরকারের। আমরা আশা করবো, কাল থেকেই আমাদের সরকার ঝুকিপূর্ণ ভবন গুলো ভাঙ্গার নির্দেশ দিবেন এবং তার বাস্তবায়ন আমরা দেখতে চাই। সবার জন্য ঝুঁকিমূক্ত কর্মস্থল এখন সময়ের দাবী। এটাকে অস্বীকার করার কোন উপায় নেই। এ সেকটরের যারা কর্ণধার আছেন তাদের উচিৎ ঝুঁকিপূর্ণ ভবনে আরো কোন শিল্প প্রতিষ্ঠান থাকলে তা চিহ্নিত করে তাদের অন্যত্র সরিয়ে নেয়ার ব্যবস্থা করুন।
আমরা আর সারি সারি লাশের বোঝা দেখতে চাই না।
দল বুঝি না, মত বুঝি না, অপরাধীর শাস্তি চাই।
ছবি বাংলা নিউজ ২৪ ডটকম। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।