আমাদের কথা খুঁজে নিন

   

যদি পারতাম......

রোকেয়া ইসলাম ইচ্ছে......। যদি পারতাম ইচ্ছা মত নিজেকে সাজাতে। যা খুশি তাই করতে। খুশির ভেলায় নিজেকে ভাসাতে। যখন তখন ছাঁদে যেতে, আধার রাতে চোখ বুজে- জোছনার ম্লান আলোতে স্নান করতে।

যদি পারতাম গাছের ডালে- ছোট্ট পাখির ছানাটির খোঁজে, এ ডাল থেকে ও ডালে চড়ে বেড়াতে। উচ্ছল দুরন্ত কিশোরীর মত, মাঠে, ঘাটে বন বাদারে ঘুরে বেড়াতে- পাতার বাঁশিতে সুর তুলে, এ মাঠ থেকে ও মাঠে ছুটে চলতে। যদি পারতাম পাখিদের মত, খোলা আকাশে ডানা মেলে উড়ে বেড়াতে। দূর থেকে দূর অজানায় হারিয়ে যেতে- ঝুম বৃষ্টিতে ভিজতে, যখন তখন রাস্তায় নামতে, বৃষ্টির ছন্দের তালে নিজেকে সপে দিতে। যদি পারতাম এই বাংলার অবারিত- সবুজের বন্যায় নিজেকে ভাসাতে, সকালের স্নিগ্ধ শিশির ভেজা ঘাস হতে, শরতের শুভ্রতায় নিজেকে সাজাতে।

যদি পারতাম জ্যোৎস্না রাতের তারা হতে- নীল আকাশে ধ্রুব তারার সাজে, মিটমিট করে সবার মনে আলো ছড়াতে, সবার সুখ দুঃখের সাথি হতে। ভাবতেই শরীর মন ভরে যায়, অদ্ভুত একটা প্রশান্তিতে। জানি তা কখনোই সম্ভব নয়। কারন ইচ্ছেরা তো সব সময় এমনি হয়... ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।