আমাদের কথা খুঁজে নিন

   

Software Engineer? সতর্ক হোন এখনই!

কুন্তল ডি বাইনারি ডিজিট মূল লেখা পড়তে এখানে ক্লিক করুনঃ Click This Link এখনই সময় ... আসুন Software Developer Community কে আরো শক্তিশালী করি। Company গুলোর অনৈতিক স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে রুখে দাঁড়াই। তা না হলে, এই বিপদের মধ্যে পড়তে পারে আপনার বন্ধু ও ছোট ভাই বোনেরাও । আমার পরিচিত এক ছোট ভাই ঢাকা তেই একটা কোম্পানি (http://www.addiesoftltd.com/ ADDIE Soft Ltd) তে ২+ বছর ধরে কাজ করছে। এই কোম্পানি প্রথম থেকেই বেতন সময় মত দেয় না।

কমপক্ষে ২ মাস পর বেতন দেয়। দেরিতে দেয়, তাও পুরো বেতন দেয় না। ফলে আস্তে আস্তে কোম্পানি এর কাছে তার বকেয়া হয়ে গিয়েছে আনুমানিক ৬৮০০০/= টাকা। তার কয়েক মাসের বাসা ভাড়া বাকি পড়ে এবং তার বাড়িওয়ালার চাপে পড়ে সে কোম্পানির কাছে গত কয়েক সপ্তাহে টানা বেতন চেয়েও পায় না। কোম্পানি দিচ্ছি দিব বলে ক্রমাগত টালবাহানা করে।

অবস্থা আরও খারাপ হওয়ায় সে গত সপ্তাহের কোন একদিন কাউকে কিছু না বলে বিকালে অফিস থেকে বের হয়ে যায়। মজা হল, বেতন দিতে পারে না কিন্তু ফুটানি ষোল আনা। সুতরাং শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কোম্পানি তাকে কাজ থেকে অব্যাহতি দিয়ে অফিস করতে মানা করেছে। কিন্তু বকেয়া বেতন এর ব্যাপার এ তাকে অনবরত ঘুরাচ্ছে। এই সপ্তাহে ২ দিন ডেকে অনেক্ষন বসিয়ে রেখে কোন উত্তর না দিয়ে পড়ে আবার আসতে বলেছে।

এখানে উল্লেখ্য এই @ADDIE Soft Ltd এর আগেও অন্য কর্মচারী দের এভাবে ২ ৩ মাসের বেতন মেরে দেয়ার ঘটনা আছে, তবে এই ছেলের বকেয়া টা অস্বাভাবিক বেশী। কোম্পানি টা বেসিস এর সদস্য। http://www.basis.org.bd/index.php/members_area/member_detail/417 ২০১২ এর সফটএক্সপো তে তারা স্টল ও নিয়েছে। সুতরাং তাদের না দেয়ার পিছনে টাকা কোন সমস্যা এটা আমার মনে হয় না। আমার প্রশ্ন হচ্ছে, কিভাবে টাকা টা পাওয়া যেতে পারে? আমি কিছু সাজেশন চাচ্ছি।

মেইল এ ডকুমেন্ট প্রমান করতে পারবো। সবশেষে, এই কোম্পানি তে অনেক টাকা বেতনেও কাউকে জয়েন করতে আমি মানা করছি। কারণ আসলে আপনি টাকা পাবেন না। এটা প্রমাণিত। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।