আমাদের কথা খুঁজে নিন

   

আমার মা ও "আশিকি ২"

জন্মের পর থেকে আমার মায়ের মুখে শোনা সবচেয়ে "ভয়াবহ" ও "আজব" প্রশ্ন আমি গতকাল দুপুরে ভাত খাওয়ার সময় শুনলাম...! সুন্দর করে ভাত খাচ্ছিলাম, প্রশ্ন শুনে আমার হাত থেকে ভাতের "নলা" পড়ে গেল! সেই ঐতিহাসিক প্রশ্নটি হল- "সাকিব, তুই আশিকি ২ ছবিটা দেখসিস?!?!?" Darr ছবিতে শাহরুখ খান জুহি চাওলাকে পাগলের মত ভালোবাসার কারণে তার নাম ঠিকমতো বলতে পারত না, তোতলাতো, জুহি চাওলার নাম কিরণ থাকে, শাহরুখ বলত "ক ক্ক ক্ক ক্ক কিরণ!" আর আমার মায়ের প্রশ্ন শুনে আমারও এই দশা হল! আমি বললাম "ক ক্ক ক্ক ক্ক কি ছবি?" আম্মু " আশিকি ২! দেখসিস? কেমন?" আমি "আছে আরকি! মাগার তুমি এই ছবির খবর জানলা ক্যামনে?!?!" আম্মু " না মানে সামনের বিল্ডিঙের ভাবি বলতেসিল ছবিটা নাকি খুব ভাল, চোখে পানি আসবেই, তাই ভাবসিলাম ছবিটা দেখতাম!" জীবনে দুইটা হিন্দি ছবি আমার মায়ের প্রিয় তালিকায় গেছে, একটা অমিতাভের "সিলসিলা" আরেকটা শাহরুখ এর "দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে"! তাই তো আমি বলি, এত কম হিন্দি দেখা মহিলার কানে আশিকি ২ এর খবর প্রতিবেশী ছাড়া আর কেইবা ঢুকাতে পারে! হে আমার প্রতিবেশিনী, তুমি বড়ই খারাপ! "তোর চোখে পানি আসছিলো নাকি ছবি দেখে?" মায়ের পরবর্তী প্রশ্ন! "আসছিলো, তয় চোখে না, নাকে!" "মানে কি? আবার আমার সাথে ফাজলামি?" "আজিব! সত্য কথা, ছবি দেখার আগের দিন বৃষ্টিতে ভিজসিলাম তো, তাই ছবি দেখার দিন হাঁচির চোটে কান্না করার সুযোগই পাই নাই! "নেত্র"কোনার সব জল দিক পরিবর্তন করিয়া নাসিকারন্ধ্র দিয়া বাহির হইয়া গিয়াছে!" শেষ কথা হল, আমার জননী আশিকি ২ না দেখার জন্য আমি ফিলিং সেফ!দেখলে মনে হয় কাইন্দা ঘর ভাসায় দিতো, ঘরে "বন্যা" নামক প্রাকৃতিক দুর্যোগ সৃষ্টি হওয়া থেকে বেঁচে গেলাম! আলহামদুলিল্লাহ্‌!!

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।