আমাদের কথা খুঁজে নিন

   

ইভ টিজিংয়ের ভয়ে তাকাইনি !!! নিছক ইতরামি

মুক্তমত প্রকাশের প্লাটফর্ম ব্লগ। তাই ব্লগে বসতে ভা্ল লাগে....। আজ রাতের কথা বলছি। রাত নয়টার দিকে বেইলী রোড়ের পীঠা হাট থেকে পীঠা খেয়ে আসছিলাম। শান্তিনগর মোড় আসার পর সিগন্যাল পড়ল।

রিকসায় বসে বসে রাস্তার গাড়ি যাওয়া দেখছিলাম। এর মধ্যে একটা হোন্ডা এসে দাঁড়াল পাশে। সব সময় যা হয়, একটু ফাঁক পেলেই সামনে দিকে এগিয়ে যায়, মোটর সাইকেল চালকরা। এই মোটর সাইকেলটাও তাই করছিল। পেছনে একজন বসা।

দুজনেরই বয়স আনুমানিক চব্বিশ/পঁচিশের কাছাকাছি। সব রিকসা, গাড়ি দাঁড়িয়ে আছে। লাইনের একেবারে প্রথমে গিয়ে মোটর সাইকেলটা দাঁড়াল। একটু সুযোগ পেলে চালিয়ে চলে যাবে এই আশায় প্রস্তুত রাখলো চালক ছেলেটি। পাশে থেকে মধ্যম বয়সী এক মহিলাহেঁটে আসছিল।

অনেকটা দেখেই না দেখার ভান করে আরেকটু এগিয়ে গেলো হোন্ডাটি। ব্রেকটা গিয়ে লাগলো মহিলার বুকের একটু নিচে। - ‘কী হলো!’ মহিলার জিজ্ঞাসা। ছেলেটি উত্তর দিল, ‘আপু ইভ টিজিংয়ের ভয়ে তাকাইনি। তাই শরীরে লেগে গেছে।

‘সরি’। মহিলা বিরক্তের স্বরে শুধু বলল, ‌এদের ঘরে কি মা-বোন নেই। ' ছেলে দুটো নিজেদের মধ্যে একটু হেসে উঠলো। মহিলা মুখ কালো করে হেঁটে চলে গেল। সিগনাল ছেড়ে দিল।

যে যার যার পথে চলে গেল। পাশের রিকসারোহীরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখলো। আমিও। কিছু বলার আগেই মোটর সাইকেলটা জোরে চালিয়ে চলে গেল। এভাবেই হরহামেশা চলছে ইভ টিজিং সর্বত্র।

কিছু না বলে, না তাকিয়েও কিন্তু টিজিং হয়, হচ্ছে। যার নিরীহ বলি হচ্ছেন মেয়ে-মহিলা-বৃদ্ধারাও বটে। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।