আমাদের কথা খুঁজে নিন

   

হে বিজয়ী শিকারী ঈগল

এই ছায়া ছায়া রাত আধো আধো আলো, দিঘল বিস্তৃত মেঘ ভীষণ যে কালো। হিজল তরুর দেশে ঈগল পাখিটি এসে, দীঘল রাত্রি শেষে জানিনা কোথায় কোন সময় উড়ে গেল। দীঘল বিস্তৃত মেঘ ভীষণ যে কালো। খাঁচা আছে পাখি নেই পাখি উড়ে গেছে, ভাষা নেই স্মৃতিটাই মূক হয়ে আছে। হে বিজয়ী শিকারী ঈগল ছিড়েছ বন্ধী শিকল, জানিনা ভাবনা সকল কোথায় কোন দেশে আমিও সাজতে চাই শিকারীর বেশে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।