আমাদের কথা খুঁজে নিন

   

আমার দেশ পত্রিকা হেফাজতের নেতা শফীর নামের সাথে দাবাং ছবির নাম লেখে কেন?

প্রধান দুই দলের চুলোচুলির সুযোগ নিয়ে হঠাৎ গজিয়ে ওঠা ভুইফোঁড় তালেবানি জঙ্গি সংগঠন হেফাজতে ইসলামকে হিমালয় সমান উচুতে নিয়ে যাবার চেষ্টায় আছে হাজার বছরের শ্রেষ্ট ভন্ড মাহমুদুর রহমানের আমার দেশ পত্রিকা। কিছুদিন ধরে আমার দেশ পত্রিকা হেফাজতিদের নেতা শফীর নামের সাথে রহস্যজনক কারণে দাবাং ছবির নাম ব্যবহার করছে। কারণটা সামুর কারো কি জানা আছে? প্রমাণ স্বরূপ আমার দেশ পত্রিকার একটি নিউজ কপি পেস্ট করে দিলাম। উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণের জন্য ও মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে আল্লামা শাহ আহমদ শফী’র (দা.বা.) বিশেষ মোনাজাত হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি গতকাল আছরের নামাজের পর উপমহাদেশের অন্যতম বিখ্যাত ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান দারুল উলুম হাটহাজারী মাদরাসার প্রধান জামে মসজিদে হেফাজতে ইসলামের আমির ও মাদরাসা মহাপরিচালক দেশের শীর্ষ আলেম পীরে কামেল আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) বর্তমান দেশের উদ্ভূত পরিস্থিতি থেকে উত্তরণ ও দেশের শান্তি-সমৃদ্ধি কামনায় এবং মাহমুদুর রহমানের গ্রেফতারের প্রতিবাদে এক আবেগময় দোয়া ও মুনাজাত পরিচালনা করেন। জুমার নামাজের পর আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) এর এই দোয়া ও মুনাজাতের ঘোষণা দেয়া হলে আছরের নামাজের নির্ধারিত সময়ের অনেক আগেই সুবিশাল ৩ তলা মসজিদ ভবন মুসল্লিতে কানায় কানায় ভরপুর হয়ে যায়।

মুনাজাতের সময় মসজিদের সামনের ছেহেনসহ পার্শ্ববর্তী ছাত্রাবাস ও শিক্ষাভবনেও অনেককে বসে মুনাজাতে শরিক হতে দেখা যায়। মুনাজাত পূর্ব বয়ানে আল্লামা শাহ আহমদ শফী সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, আমরা আপনাদের কাছে কোনো রাজনৈতিক ও ক্ষমতার দাবি পেশ করিনি। আমরা শুধু আল্লাহ, আল্লাহর রাসুল, কোরআন-হাদিস ও ইসলামের ইজ্জত রক্ষার জন্য কিছু দাবি আপনাদের কাছে পেশ করেছি। মুসলমানদের ঈমান-আকস্ফীদা রক্ষা, মা-বোনদের ইজ্জত-আব্রু ও নিরাপত্তার জন্য দাবি পেশ করেছি। এই দাবিগুলো শুধু ওলামা-মাশায়েখদের নয়, দেশের কোটি কোটি মুসলমানের প্রাণের দাবি।

অথচ সরকারের মন্ত্রীরা মুসলমানদের অরাজনৈতিক এই ন্যায্য দাবি পূরণ না করে বরং এর বিরুদ্ধে নানা অপবাদ ও সমালোচনা করছেন। তিনি আরও বলেন, আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ইসলামের পক্ষে সাহসী ভূমিকা রেখে কলম ধরার কারণে সরকার তাকে আজ আটক করেছে। তাকে অবিলম্বে মুক্তির দাবি জানান তিনি। আল্লামা শাহ আহমদ শফী (দা.বা.) সংক্ষিপ্ত বক্তব্য শেষে বিকাল ৫টা ২০ মিনিটে দোয়া ও মোনাজাত শুরু করেন। মোনাজাতে তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের সুরক্ষা, জনসাধারণ ও মুসলমানদের জানমালের নিরাপত্তা, দেশের শান্তিশৃঙ্খলা, আল্লাহ, রাসুল ও ইসলাম অবমাননাকারীদের হেদায়াত, ইসলাম অবমাননা ও কুত্সা বন্ধে আল্লাহর গায়েবী মদত, দেশে সুশাসন প্রতিষ্ঠার জন্য মহান আল্লাহর দরবারে বিশেষ প্রার্থনা করেন।

এ সময় দারুল উলুমের প্রধান মসজিদসহ আশপাশের এলাকায় কান্নার রোল পড়ে যায়। আধঘণ্টাব্যাপী মোনাজাতে দেশবরেণ্য ওলামায়ে কেরাম, হাজার হাজার মাদরাসার ছাত্রসহ প্রায় ১৫ হাজার তৌহিদি জনতা অংশগ্রহণ করেন। লিংক পাবেন এখানে ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৭ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।