রাজনীতিবীদদের ঘৃণা করি--- ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থান প্রকল্পে অনিয়ম ও দুর্নীতির আলামত পেয়েছে সমাজকল্যাণ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটির মতে, সমাজকল্যাণ মন্ত্রণালয় ভিক্ষুকদের টাকা নয়-ছয় করেছে। আজ রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদীয় কমিটির বৈঠকে এই অভিযোগ করা হয়।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, ২০১০-১১ অর্থবছরে ‘ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান’ শীর্ষক প্রকল্পের জন্য সাত কোটি এবং পরের অর্থবছরে একই প্রকল্পের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ করা হয়। কিন্তু এই টাকা কাদের মাধ্যমে, কাদের পেছনে ব্যয় করা হয়েছে, তার সঠিক হিসাব মন্ত্রণালয় দিতে পারেনি।
সূত্র জানায়, আগের অর্থবছরে বরাদ্দ করা সাত কোটি টাকার মধ্যে ছয় কোটি ৭০ লাখ টাকা ছাড় করা হয় এবং তা বিভিন্ন এনজিওর মাধ্যমে বিতরণ করা হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে এনজিওগুলোর কোনো তালিকা কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়নি। কমিটি বিভিন্ন খাতে ব্যয় ও বিভিন্ন এনজিওর মধ্যে বিতরণের অনিয়ম খতিয়ে দেখে তদন্ত প্রতিবেদন এবং জরিপ করা ভিক্ষুকদের জীবনবৃত্তান্তের ছবিসহ তালিকা কমিটির আগামী বৈঠকে উপস্থাপনের জন্য মন্ত্রণালয়কে বলেছে।
বৈঠক শেষে কমিটির সদস্য অপু উকিল প্রথম আলো ডটকমকে বলেন, সরকার ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য টাকা দিয়েছে। কিন্তু এই প্রকল্পে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সংসদীয় কমিটি জানতে পেরেছে।
টাকা খরচ হয়েছে, কিন্তু ভিক্ষুক পুনর্বাসনের কাজ সঠিকভাবে হয়নি। প্রকল্পে দরপত্র আহ্বান না করে সরাসরি দরের ভিত্তিতে এনজিওদের কাজ দেওয়া হয়েছে। কিন্তু এই টাকা কোথায়, কীভাবে ব্যয় হয়েছে, তার সঠিক হিসাব মন্ত্রণালয় দিতে পারেনি।
সূত্র আরও জানায়, ২০০৯ ও ২০১০ সালে সমাজকল্যাণ মন্ত্রণালয় দ্বিতীয় ও তৃতীয় শ্রেণীর পদে জনবল নিয়োগের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে এবং প্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়েছে। কিন্তু এখন পর্যন্ত কাউকে নিয়োগ দেওয়া হয়নি।
নিয়োগের ক্ষেত্রে কেন দেরি হচ্ছে, সে বিষয়েও একটি প্রতিবেদন দেওয়ার জন্য মন্ত্রণালয়কে বলা হয়েছে।
Click This Link ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।