আমাদের কথা খুঁজে নিন

   

ইশ্, প্রতিদিন যদি এমন হত……..!

পড়তে ভাল লাগে। আংগো এম্মুক ইশ্কে কম পায়া যা, সহাল হলে তো কতাই নাই, কতখন হাঁটলে আর কফাল ভালা থাকলে পায়া যায়, তাও ভাড়া বেশি। আইজ বাসার গেট থনে বাইর হয়া দেহি খালি ইশ্কে!ভাড়া কইল পনর টেহা! বিশ টেহার নিচে কুন্দিন তো যায়না! আইজ সুর্য কুম্মুক উটলো! সপ্তার পত্তম দিন, রাস্তাত জ্যাম হবই, এই ইশ্কে আলা কল্লো কি, চিপাচাপা রাস্তা দিয়া বাসষ্ট্যাড নিয়া গেল খুব তাত্তারি! এই বাসষ্ট্যাডও ৫/৭ মিনিট না দাঁড়ালে বাস আসেনা, আইজ ইশ্কে থন নামি দেহি বাস! উটলাম, আগে যামু গুলশান-১, এল্লা কাজ আছে উন্তি, তাপরে কলেজ। কাজ শেষ করি মোবাইলো টেহা ভরমু আর সাথে ভাংতিও নিমু এই চিন্তা, কিন্তু দেহি ফ্লেকজির এড্ডা দুহানও খুলা নাই। এত্ত সহালে না থাহারই কতা।

বুকও সাহস করি এক চাছার কনফেক্সনারি দুহানও গেলাম ভাংতির কান্নে। মুকটা এল্লা করুন করি চাছাক কলাম “ আঙ্কেল, ভাংতি নেই বলে বাস ভাড়া দিয়ে কলেজে যেতে পারছি না (শুদ্ধ বাংলায়)”। আমাক তাজ্জব করি সাতে সাতে ভাংতি দিলেন ৫ টা ১০০ টেহার নুট!বাসে সিট পালাম, সুজা কলেজ। রইবারে জিবনেও নইডার কিলাশ ধরের পাইনাই। আইজ ঠিক নইডায় যায়ে হাযির।

দুইডা মাইয়া দেড়ী করি আচ্ছে দেহি, মেডাম আমাক দেহায়ে অগরে কইলো, দেহো, এই মাইয়া কদ্দুর থন আচ্ছে ঠিক টাইমও! আর তুমরা?! শুনি আমি জি খুশি হইলাম ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।