আমাদের কথা খুঁজে নিন

   

জব ফ্যাসিলিটি ইন ক্যানাডা আফটার গ্র্যাজুয়েশন

আমি পৃথিবীর ছাএ। তো যা আমরা বলছিলাম। স্কিল্ড মাইগ্রেশন নিয়ে আর্টিকেলটি পড়ার পর অনেকেই দুঃখজনকভাবে ক্যানাডার জব ফ্যাসিলিটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন। অথচ এই কথা স্পষ্ট করে বলা হয়েছিলো যে ক্যানাডিয়ান ডিগ্রিধারীদের চিন্তার কোন কারণ নেই। কিন্তু রেফারেন্স দিয়ে জিনিষটি বোঝানো ওই আর্টিকেলের স্কোপ এর বাইরে ছিলো।

তাই আজকে এই লেখাটা দেওয়া যার মেইন থিমঃ জব ফ্যাসিলিটি ইন ক্যানাডা আফটার গ্র্যাজুয়েশন। ওহ... আরেকটি কথা। আমাদের অবশ্যই অনেক ব্যাপারে দ্বিমত থাকতে পারে। সেরকম কোন ব্যাপার হলে অবশ্যই আমরা রেফারেন্স উল্লেখপুর্বক নিজের মতামত উল্লেখ করবো এবং ক্ষেত্র বিশেষে ডক ফাইলটিও এডিট করতে পারি। মনে রাখতে হবে, রেফারেন্সবিহীন এবং গায়ের জোরে মত প্রকাশ করাকে সাধারণত অবৈজ্ঞানিক ধরা হয়ে থাকে।

আর বিদেশে উচ্চ শিক্ষা বিষয়ক আলোচনা এবং আপডেটেড ইনফো এর জন্য আমাদের নন-প্রফিট মুভমেন্ট এ আসতে পারেন। লিঙ্কঃ HigherStudyAbroad™ Bangladesh Chapter তাহলে শুরু করা যাক। ছোট করে একটা কথা বলে নেইঃ ২ বছরের মাস্টার্স শেষে আপনি ৩ বছরের জন্য একটি Work Permit পেয়ে যাবেন এবং এর জন্য আপনাকে কোন Job Contract ও দেখাতে হবে না। প্রথম কথাঃ জব ফ্যাসিলিটি এই কথাটা মাথায় আশার সাথে সাথে একটা প্রশ্ন জাগে তা হল Unemployment situation কি রকম এখন? ভালো প্রশ্ন, কিন্তু আমরা কি আসলেই জানি কত % Unemployment rate হলে ভালো? Unemployment কিভাবে হিসাব করা হয়? কিংবা ০% Unemployment rate হওয়া কখনও সম্ভব কিনা? বা হলেও তা কি ভালো? আসুন দেখি এগুলো কিভাবে হয় কারণ এসবের বেসিক ছাড়া শুধু শুধু দ্বিমত পোষণ করে লাভ নেই। কত % Unemployment rate হলে ভালো? "এরকম কোন সংজ্ঞা নেই যা দেখে লো বা হাই বেকারত্বের হাড় আমরা বলতে পারি।

কিন্তু প্রায় সব ইকোনোমিস্ট এই ব্যাপারে একমত যে ৪ থেকে ৭ এর ভেতরে থাকলে এই রেটকে আমরা ভালো বলতে পারি। " কেন 4% to 7%?: "কারণ, যদি রেট ৪% এর নিচে চলে জায় তবে Entry লেভেল এর চাকরিও Employer দের জন্য অনেক Expensive হয়ে যায় যা Inflation এর দিকে নিয়ে যাবে। আবার যদি এটা ৭% এর বেশী হয় তখন মানুষের Spend করার খমতা কমে যায় বিশেষ করে বাড়ি কেনা বা গাড়ি কেনা ইত্যাদি। এছাড়াও এটা বাকি ইকোনোমি এর উপর Domino Effect ফেলে। " এছাড়াও আরো অনেক টার্ম রয়েছে।

যেমনঃ Unemployment benefit, Job migration, Graduate unemployment, Labor market ইত্যাদি জব ফ্যাসিলিটির আলোচনায় আসা উচিত। কিন্তু সরলীকরণের সুযোগ নিয়ে আমরা শুধু Unemployment rate কে নিয়েই বিশ্লেষণ এ যাবো। দ্বিতীয় কথাঃ ঘুম চলে এসেছে কি? ঘুম তাড়ান। সব চাইতে এক্সাইটিং পার্ট এটি। এখানে বিভিন্ন ড্যাটা দিয়ে কানাডার জব Situation জানতে পারবো আমরা।

১। Employment growth is 4.5%, যা G-7 দেশগুলোর মাঝে সর্বোচ্চ। ছবি : ২। Job creation during the recovery has been in Economic Situation and Outlook high-wage, full-time. ছবিঃ ৩। Canada's employment performance বেশ ভালো এবং forecast বলছে এই রেট ৭% এর নিচে থাকবে।

ছবিঃ 1. 2. ৪। Hiring Survey দেখাচ্ছে Job Growth এবং তা Commercial and Light Industrial Jobs: "According to a survey conducted by Express Employment Professionals. Of the 665 employers surveyed across the United States and Canada, 37% of respondents are planning new hires for commercial and light industrial jobs, up 5% from the previous quarter. ExpressPros.com - July 2, 2012 ৫। বয়স ১৫ থেকে ৬৪ বছর এর মাঝে Employment rate 73%, যা খুবই ভালো। এবং 2012 OECD Employment Outlook এর মতে বেকারত্বের রেট 6.4% হবে 2013 এর মাঝে যা আমরা এর আগেও বলেছি। ৬।

The Organization for Economic Co-operation and Development (OECD) খুবই নির্ভরজোগ্য সংস্থা। ক্যানাডার ইকোনমিক forecasting এর জন্য দেখতে পারেন এই লিঙ্ক এ গিয়েঃ Click This Link কিংবা দেখতে পারেন এটিওঃ Click This Link তৃতীয় কথাঃ "Nine out of 10 college, bachelor, master and doctorate graduates who had not taken further education were working two years after graduation." ১০ জনের মাঝে ৯ জনই চাকরি পেয়েছে। এবং সবচেয়ে গুরুতবপুর্ন কথা হল মাস্টার্স এন্ড ডক্টরেট লেভেল এ তা ৯৪% এরও বেশী। ছবিঃ শেষ কথাঃ আমরা সবাই জানি Statics একটা গাধা। প্রতিটা মানুষের জীবন, গল্প, পরিবেশ, প্রতিকূলতা আলাদা।

আসলে ফিল্ডে এত বেশী ভেরিয়েবল যে ঠিক মত বোঝা দায়। এরকমও হয়েছে চরম প্রতিকূল পরিবেশেও একজন সাফল্য পাচ্ছে, আরেকজন এর অনুকূল পরিবেশেও তীরে ভীরতে কষ্ট হচ্ছে। তবুও মানুষ স্ট্যাট. দেখে এন্ড এনালাইসিস করে বোঝার চেষ্টা করে কি হবে বা হতে যাচ্ছে। এটা বলেই শেষ করছিঃ নিজের উপর কখনও বিশ্বাস হারাবেন না এবং পজিটিভলি সবকিছুকে দেখতে এবং বুঝতে চেষ্টা করবেন। দেখবেন জীবন অনেক সহজ হয়ে গিয়েছে।

সকলের জন্য শুভ কামনা। Sources: http://www.chba.ca/ http://www.expresspros.com/ http://stats.oecd.org/ Click This Link Click This Link http://en.wikipedia.org/wiki/Unemployment Click This Link Click This Link [N.B.: ক্যানাডার বিভিন্ন প্রভিন্স এ বেকারত্বের হারঃ Province - Unemployment rate (seasonally adjusted) Newfoundland and Labrador - 13.0 Prince Edward Island - 11.3 Nova Scotia - 9.6 New Brunswick - 9.5 Quebec - 7.7 Ontario - 7.7 Manitoba - 5.2 Saskatchewan - 4.9 Alberta 4.6 British Columbia - 6.6 Canada (national) - 7.2 ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।