বনানীর একটি প্রতিষ্টান নাম হলো SYSTECH তারা বলছে IELTS ছাড়া এউ এস এর কোন কলেজে এডমিশন নিয়ে স্টুডেন্ট ই ২০ ভিসা করে দিবে টাকা লাগবে ৫১৭০০০। এর ভিতর ১৭০০০ টাকা প্রথমে দিতে হবে মানে অফেরতযোগ্য বাকী ৫০০০০০ টাকা ভিসা হওয়ার পর নিবে, প্লেন ভাড়া আলাদা দিতে হবে। ব্যাংক ব্যালেঞ্ছ দেখাতে হবে ১৫০০০০০ যে কেউ দেখাতে পারবে এবং দুই জনও দেখাতে পারে, সময় লাগবে এক মাস। আমি বুঝতেছিনা, প্লিজ কোন অভিজ্ঞ ভাই যদি আকটু হেল্প করেন। আমার ভাগ্নে সে ইউরোপ আমেরিকাতে যাবেই যাবে তাকে কোন ভাবেই বোঝানো যাচ্ছেনা। ভয় শেষে যদি প্রতারিত হই।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।