আমাদের কথা খুঁজে নিন

   

১০ জন বিএসএফ বলছে ভারতের অংশে বোতলের মুখের দিক ছিল তাই এটা আমাদে.।

একদিন সকাল বেলা বর্ডারে কাটা তাঁরের বেড়ায় এক বোতল পানি আবিষ্কার হল। ১০ জন বিএসএফ বলছে ভারতের অংশে বোতলের মুখের দিক ছিল তাই এটা আমাদের। কিন্তু ১জন বিজিবি বলছে, না, বোতলের তলার অংশই মূল অংশ তাই বোতলের পানি আমাদেরই পাওনা। কিন্তু ১০ জন বিএসএফের সাথে একজন বিজিবি কিছুতেই পেরে উঠছিল না। এমন সময় একজন পিচ্চির আগমন ঘটল।

পিচ্চি ঘটনা বুঝতে পেরে সমাধানে এগিয়ে আসল। জ্ঞানী জ্ঞানী একটা লুক নিয়ে বিএসএফকে জিজ্ঞেস করতে লাগল, 'এটা যে তোমাদের পানি তার প্রমাণ কি?? সব পানিইতো দেখতে একই রকম। কিন্তু এটা যে আমাদের বাংলাদেশের পানি সেটা আমি প্রমাণ করে দিতে পারব। আমাদের বাংলাদেশের নদ-নদী, খাল-বিল, পাতাল এমনকি বৃষ্টির পানিও চিনির মত মিঠা। সুতরাং এই পানি যদি মিঠা হয় তবে আমাদের।

তুমি খেয়ে পরীক্ষা কর'। তখন বিএসএফের বস বোতল হাতে নিয়ে ঢগ ঢক পানি গিলতে লাগল। পিচ্চি তখন বিজিবিকে চোখ ইশারা দিয়া বলল..... "বড় ভাই দৌড় দেন" বলেই পিচ্চিও ভোঁ দৌড় দিল। বিজিবিও ঘটনা বুঝতে না পেরে বেকুবের মত দৌড় দিল। অনেকক্ষণ উভয়ই দৌড়ানোর পর বিজিবি জিজ্ঞেস করল, ঐ তুই আমারে নিয়া আইলি ক্যান?? পিচ্চি বলতে লাগল, 'আমাগো বাড়ি ঐ সামনেই, গত রাইতে এইহান দিয়া যাওয়ানের সময় মেলা পেশাব পাইছিল, তাই ঐ বোতলে পেশাব কইরা মনে মনে ভাবছিলাম এই পেশাব ইন্ডিয়ায় ফালামু , তাই ইন্ডিয়ার দিকে ছুঁইড়া দিছিলাম, কিন্তু এইডা যে এমনে কাঁটা তাঁরের বেড়ায় ঝুইলা থাকব সেইডা বুঝবার পারি নাইক্কা।

যাউগগা ভালই হৈছে, শালাগো না আমগো পানি খাওয়ার কত শখ ! সেই শখ আজ মিটাইয়া দিলাম' ..................................................... [পাদটিকা : এক জরিপে দেখা গেছে ভারতে যে সব শিশু অবৈধ ভাবে জন্ম নেয় তারাই পরবর্তীকালে B.S.F হয় এবং অবৈধ B.S.F উত্‍পাদন করে ] ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।